মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি বলেছেন, গাজাবাসীদের অবশ্যই ‘অটল থাকতে হবে এবং তাদের ভূখণ্ডে থাকতে হবে।’ গত বৃহস্পতিবার মিসরে সামরিক বাহিনীর অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।
বার্তা সংস্থা এএফপি জানায়, ইসরায়েলের টানা সাত দিন ধরে হামলা ও কঠোর অবরোধের মুখে দিশাহারা গাজার সাধারণ মানুষ। লাখ লাখ মানুষ উদ্বাস্তু হয়ে পড়েছে। এদিকে গাজার অবরুদ্ধ অঞ্চল থেকে বেরিয়ে আসার একমাত্র পথ মিসরের রাফাহ ক্রসিং। তবে স্থানীয় কর্তৃপক্ষ বলেছে, ওই এলাকায় ইসরায়েলি বিমান চালানোয় মিসর ওই সীমানা বন্ধ করে দিয়েছে। গাজায় আটকে থাকা বেসামরিক নাগরিকদের নিরাপদ আশ্রয়ের জন্য সীমান্ত ক্রসিং খুলে দেয়ার আহ্বানের মধ্যে সিসি গাজার বাসিন্দাদের তাদের নিজ ভূখণ্ডে থাকার আহ্বান জানালেন।
মিসরের প্রেসিডেন্ট বলেছেন, ‘‘তার দেশ গাজার এই কঠিন সময়ে ‘চিকিৎসা ও মানবিক উভয় ধরনের ত্রাণ সহায়তা করবে। তিনি ফিলিস্তিনিদের ‘বৈধ অধিকার’ নিশ্চিত করার বিষয়ে কায়রোর ‘দৃঢ় অবস্থান’ নিশ্চিত করেন।’’ সিসি বলেন, ‘গাজাবাসীদের বাস্তুচ্যুত হওয়ার অর্থ হবে, ফিলিস্তিনিদের নির্মূল করা।’
২০০৭ সাল থেকে ইসরায়েল গাজা অবরুদ্ধ করে রেখেছে। সাম্প্রতিক সংঘাতের জেরে ইসরায়েল এখন গাজায় পানি, খাদ্য এবং বিদ্যুৎ সরবরাহও বন্ধ করে দিয়েছে। ইসরায়েলি বিমান ও কামানের গোলা পুরো গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।
এদিকে মিসরের সরকার গাজার জন্য দাতা দেশগুলিকে এল আরিশ বিমানবন্দরে মানবিক সহায়তা পাঠানোর আহ্বান জানিয়েছে। কিন্তু তারা গাজাবাসীদের মিসরে পালিয়ে যাওয়ার অনুমতি দেয়ার আহ্বান নাকোচ করে দিয়েছে।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা