আপডেট : ১৫ অক্টোবর, ২০২২ ১৮:১২
অপেক্ষার খরায় বৃষ্টি সুমনের কণ্ঠ

অপেক্ষার খরায় বৃষ্টি সুমনের কণ্ঠ

ছবি: সৈয়দ মাহামুদুর রহমান

ঢাকার দর্শক-শ্রোতাদের এতদিনের অপেক্ষার খরায় বৃষ্টি হয়ে এল সুমনের কণ্ঠ। আজ শনিবার বিকেলে সুমন ভক্তদের জন্য অন্যরকম একটা দিন।

কবীর সুমন মঞ্চে এলেন ঠিক সোয়া পাঁচটায়। ততক্ষনে মিলনায়তনের একটি আসনও আর ফাঁকা নেই। এসেই সংক্ষেপে নিজের গান নিয়ে বেড়ে ওঠার গল্প করলেন গানওয়ালা। পরিচয় করিয়ে দিলেন তার সাথে যারা বাজাবেন তাদের সঙ্গে।

তারপর ঝট করেই গান শুরু করলেন ‘একেকটা দিন’।

আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজন করা হয়েছিল সুমনের গাওয়া ‘তোমাকে চাই ৩০ বছর’ শীর্ষক অনুষ্ঠানের। এই অনুষ্ঠানে গাওয়ার জন্য কলকাতা থেকে দুদিন আগে ঢাকায় এসেছেন কবীর সুমন।

তারও আগে শেষ হয়েছে তাকে নিয়ে আয়োজনের তিনটি অনুষ্ঠানের টিকিট! সেই টিকিটের সংগ্রহ করা ভক্তদের লাইন ছেড়ে গিয়েছিল মিলনায়নতনের বাইরে একেবারে মূল রাস্তার অনেকটা জুড়ে।

ভক্তরাই শুরুতে করতালি দিয়ে সম্ভাষণ জানান কবীর সুমনকে। মঞ্চে ঢুকে কবীর সুমন বারকয়েক নুয়ে নমস্কার জানিয়ে সেই সম্ভাষনের জবাব দেন। ‘একেকটা দিনের’ পর একে একে বেশ কয়েকটি গান শোনান সুমন। মাঝে মাঝে শোনান গানের পেছনের গল্প। গান শুনে কোন ওস্তাদ কী বলেছেন সেসবও।

কবীর সুমন আগামী ১৮ ও ২১ অক্টোবর একই ভেনুতে শোনাবেন গান। একদিন চলবে সুমনের বাংলা খেয়াল। যা সুমনের ভাষায় তার নিজের জীবনের ‘শ্রেষ্ঠ কাজ’।

৩০ বছর আগে ‘তোমাকে চাই’ অ্যালবামের মাধ্যমেই বাংলা গানের জগতে এক নতুন ধারার সূচনা হয়। সেই ধারার পুরোধা সুমন ১৩ বছর পর ঢাকায় এসেছেন, ফলে বাংলাদেশে তার অগুনতি ভক্তদের মধ্যে রয়েছে তুমুল আগ্রহ।

কথা ছিল ১৫ অক্টোবর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আধুনিক বাংলা গান গাইবেন সুমন। ১৮ অক্টোবর আধুনিক বাংলা খেয়াল পরিবেশনার পর ২১ অক্টোবর আধুনিক বাংলা গান দিয়ে আয়োজন শেষ করার কথা ছিল।

ঢাকা মহানগর পুলিশ সায় না দেয়ায় জাদুঘরে এই গানের অনুষ্ঠান নিয়ে জটিলতা তৈরি হয়। পরে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের।