গাজীপুরে একটি যাত্রীবাহী বাসের চাপায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। আজ শনিবার সকাল ৮টার দিকে তেলিপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হলেও পলাতক আছেন চালক ও তার সহযোগী।
দুর্ঘটনায় নিহতরা হলেন ময়মনসিংহের হালুয়াঘাট থানার উত্তর সদেশি গ্রামের মাছ ব্যবসায়ী ইউনুস আলী (৩৫), ময়মনসিংহের ফুলপুরের ভ্যানচালক বোরহান উদ্দিন (৩৫), গাজীপুর মহানগরীর বারবৈগা এলাকার পোশাকশ্রমিক মো. সোহরাব (৩২), চৈতনখিলার হযরত আলী (৩৮)। তিনি বলাকা নামে একটি বাসের হেলপার।
পুলিশ জানিয়েছে, নিহত ইউনুস আলী ছিলেন মাছ ব্যবসায়ী। আজ শনিবার সকালে চৌরাস্তা আড়ত থেকে মাছ নিয়ে বোরহানের ভ্যানগাড়িতে করে সালনা বাজারে যাচ্ছিলেন তারা। অপরদিকে চান্দনা চৌরাস্তা থেকে বলাকা পরিবহনের একটি বাস তেলিপাড়া এলাকায় পৌঁছলে চাকা বিকল হয়ে যায়। এ সময় বলাকা পরিবহনের বাসটি সড়কের পাশে দাঁড় করিয়ে চাকা মেরামত করছিলেন চালকের সহকারী হযরত। ওই বাসের পাশ দিয়ে সালনা বাজারে মাছবাহী রিকশাভ্যানটি যাচ্ছিল। সকাল ৮টার দিকে বসুমতি পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রিকশাভ্যানসহ দাঁড়িয়ে থাকা বলাকা পরিবহনের পেছনে সজোরে ধাক্কা দেয়। বেপরোয়া বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন ইউনুস আলী, বোরহান উদ্দিন, হযরত ও সোহরাব। গুরুতর আহত অবস্থায় আরও একজনকে নেয়া হয় হাসপাতালে। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) আলমগীর হোসেন জানান, এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করে ডাম্পিং করা হয়েছে। তবে চালক পলাতক আছেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান আলমগীর হোসেন।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা