চাকরি স্থায়ীকরণসহ ৬ দফা দাবিতে কর্মবিরতি পালন করছে নাটোর রেলওয়ের তৃতীয় শ্রেণির কর্মচারীরা। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার সকাল ৮ টার দিকে এই কর্মবিরতি শুরু করেন তারা। এতে করে নির্ধারিত সময়ে ট্রেন ছেড়ে না যাওয়ায় যাত্রী সেবা ব্যাহত হয়।
নাটোর রেলওয়ে স্টেশন মাস্টার কামরুন নাহার জানান, নাটোর রেলওয়ের ৯ জন অস্থায়ী শ্রমিক কর্মবিরতির ঘোষণা দিয়ে আজ কমলাপুর রেলওয়ে ভবনে আন্দোলনে অংশ নিয়েছেন। ফলে সকাল ৮ টার দিকে রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি লাইন ক্লিয়ার না পাওয়ায় স্টেশনে আটকে যায়।
এ সময় যাত্রীরা হইচই শুরু করে। পরে একজন স্থায়ী শ্রমিক দিয়ে লাইন ক্লিয়ার করা হলে প্রায় ১ ঘণ্টা পর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি নাটোর স্টেশন ছেড়ে যায়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
তাদের অন্য দাবিগুলো হল, নিয়োগবিধি ২০২০ সংশোধন করে আগের মতো চতুর্থ শ্রেণির কর্মচারীদের অষ্টম শ্রেণি পাস বহাল রাখা, আউটসোর্সিং খাত বাতিল করে অস্থায়ী খাত চালু রাখা, কর্মচারীদের সকল বকেয়া বেতন পরিশোধ করা, অস্থায়ী কর্মচারীদের ক্ষমতার বলে চাকরিচ্যুত করা যাবে না, রেলওয়ের প্রচলিত আইন অনুযায়ী দৈনিক ৮ ঘণ্টা ডিউটি নির্ধারণ করা ও নিরাপদ কর্মস্থল নিশ্চিত করা।
নাটোর রেলওয়েতে কর্মরত অস্থায়ী শ্রমিক উকিল মিয়া জানান, আন্দেলনের জন্য তারা কমলাপুর রেলওয়ে স্টেশন ভবনে অবস্থান করছেন। দেশব্যপী কর্মসূচির অংশ হিসেবে নাটোরের ৯টি স্টেশনে একযোগে কর্মসূচি পালন করা হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে বলে জানান তিনি।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা