হরতালের পর এবার টানা তিন দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রোববার সকাল-সন্ধ্যার হরতাল শেষে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন।
অনলাইনে সংবাদ সম্মেলন করে তিনি বলেন, ‘মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার সড়ক, নৌ ও রেলপথে সর্বাত্মক এই অবরোধ কর্মসূচি পালন করা হবে।’
রিজভী বলেন, ‘সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে মহাসমাবেশে হামলা, নেতা-কর্মীদের হত্যা, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ এবং এক দফা দাবি আদায়ের লক্ষ্যে।’