আপডেট : ২৯ অক্টোবর, ২০২৩ ২৩:১৭
২ বিএনপি নেতাকে পুলিশের হাত থেকে ছিনতাই
গাইবান্ধা প্রতিনিধি

২ বিএনপি নেতাকে পুলিশের হাত থেকে ছিনতাই

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক আবু সুফিয়ান সুজা ও মহিমাগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাজ্জাদ হোসাইন সাগরকে আটকের পর ছিনিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার বিকেলে মহিমাগঞ্জ ইউনিয়নের গোপালপুর গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি জানিয়েছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ।

তিনি বলেন, ‘মহিমাগঞ্জ ইউনিয়নের রংপুর চিনিকলের সামনের রাস্তায় পিকেটিং করে এবং যানবাহন চলাচলে বাধা দেয় বিএনপি নেতাকর্মীরা। স্থানীয়দের খবরে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি টিম সেখানে যায়। এসময় পিকেটিংকালে জেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক আবু সুফিয়ান সুজা এবং মহিমাগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাজ্জাদ হোসাইন সাগরকে আটক করে পুলিশ।’

‘পরে তাদের পিকআপ ভ্যানে তুলে থানায় নেয়ার পথেই ওই এলাকার গোপালপুর নামক গ্রামে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী ও সমর্থক গাড়িটি আটকে ওই দুজনকে ছিনিয়ে নেয়।’

ওসি আরও বলেন, ‘ছিনতাই হওয়া দুজন চিহ্নিত বিএনপি নেতা। তাদের আটকের চেষ্টা চলছে।’