বিবাহিত ছাত্রীরা আবাসিক সিট পাবে না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের এমন নোটিশের কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট।
একই সঙ্গে এ নোটিশের বিস্তারিত জানিয়ে আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন দিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।
এ সংক্রান্ত এক আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
চলতি বছরের ২৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেয়া এক নোটিশে বলা হয়, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে আবাসিকতা লাভ ও বসবাসের শর্তাবলি এবং আচরণ ও শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা ২০২১-এর ১৭ নম্বর ধারা মোতাবেক বিবাহিত ও অন্তঃসত্ত্বা ছাত্রীরা আবাসিক সিট পাবে না বিধায় তারা অতিদ্রুত হলের সিট ছেড়ে দেবে।
এই নোটিশের প্রেক্ষিতে গত ৩ অক্টোবর বিশ্ববিদ্যালয়কে চিঠি দেয় ব্লাষ্ট্রসহ সাতটি সংগঠনের পক্ষ থেকে। চিঠির কোনো জবাব না পাওয়ায় গতকাল সোমবার হাইকোর্টে রিট দায়ের করা হয়। সেই রিটের শুনানি নিয়ে আদালত আজ এ আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন রিটকারিদের আইনজীবী আইনুন নাহার সিদ্দিকা।
রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন, তার সঙ্গে ছিলেন আইনুন নাহার সিদ্দিকা ও আয়শা আক্তার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা