বাংলাদেশ ব্যাংকের ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ১০/৫০/১০০ টাকার হিসাবধারীদের জন্য পঞ্চগড় জেলায় লিড ব্যাংক হিসেবে ʻপ্রকাশ্যে ঋণ বিতরণʼ কার্যক্রমের আয়োজন করেছে ব্যাংক এশিয়া লিমিটেড। সম্প্রতি পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে আয়োজিত এ কার্যক্রমে ২৪৪ জন ঋণ গ্রাহকের মধ্যে ২ কোটি ১৩ লাখ ৬৫ হাজার টাকা ঋণ বিতরণ করা হয় যার মধ্যে ব্যাংক এশিয়া লিমিটেড এককভাবে ১১১ জন গ্রাহকের মধ্যে ৫০ লাখ ৬৫ হাজার টাকা ঋণ বিতরণ করে। বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. ইকবাল মহসীন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংক এশিয়ার ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট (কৃষি ঋণ বিভাগ) শাহনাজ আক্তার শাহীনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক তানবীর এহসান, জনতা ব্যাংকের পঞ্চগড় করপোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. শামীম আহমেদ এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের জোনাল ব্যবস্থাপক মো. হাসানুল ইসলাম। ঋণ বিতরণ কার্যক্রমে পঞ্চগড় জেলার অন্যান্য তফসিলি ব্যাংক সহযোগী হিসেবে অংশগ্রহণ করে। বিজ্ঞপ্তি
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা