বিচারক মো. আখতারুজ্জামানকে নিয়ে ‘অবমাননাকর বক্তব্য’ দেয়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান (হাবিব) আদালতে হাজির না হওয়ায় তার অবস্থান জানাতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সোমবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলায় রায় প্রদানকারী বিচারপতি মো. আখতারুজ্জামানকে নিয়ে ‘অবমাননাকর বক্তব্য’ দেয়ায় গত ১৫ অক্টোবর হাবিবকে তলব করে আদেশ দেন হাইকোর্ট।
আদালতের আদেশে আজ তিনি হাজির না হওয়ায় তিনি কোথায় আছেন অর্থাৎ তিনি কারাগারে নাকি বাইরে আছেন সেটি জানাতে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে নির্দেশ দিয়েছেন।
একই সঙ্গে হাবিবুর রহমানের বক্তব্য অপসারণ হয়েছে কি না, আদালত বিটিআরসিকে এ নিয়ে প্রতিবেদন দিতে বলেছে।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান, বিটিআরসির পক্ষে ছিলেন খন্দকার রেজা-ই-রাকিব।
পরে আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান বলেন, ‘আদালত অবমাননার অভিযোগে হাবিবুর রহমান হাবিবকে ব্যক্তিগতভাবে হাজির হওয়ার একটা নির্দেশনা ছিল। রেকর্ডে দেখা যাচ্ছে- উচ্চ আদালতের এ আদেশের কপি তার স্ত্রী গ্রহণ করেছেন। কিন্তু তিনি আদালতে হাজির হননি। যে কারণে আদালত হাবিবের অবস্থান নিশ্চিত করার জন্য পুলিশের সঙ্গে যোগাযোগ করে আগামী ৮ নভেম্বর জানাতে বলেছেন। ওই দিন পরবর্তী আদেশের জন্য রেখেছেন আদালত। একইসঙ্গে আজকে বিটিআরসি জানিয়েছে, সেই আপত্তিকর বক্তব্য তারা অপসারণ করেছেন।’
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা