আপডেট : ৬ নভেম্বর, ২০২৩ ২০:২৬
জনগণ বিএনপির হরতাল অবরোধ প্রত্যাখ্যান করেছে: ড. আবদুস সোবহান গোলাপ
মাদারীপুর প্রতি‌নি‌ধি

জনগণ বিএনপির হরতাল অবরোধ প্রত্যাখ্যান করেছে: ড. আবদুস সোবহান গোলাপ

জনগন বিএন‌পির হরতাল অব‌রোধ প্রত্যাখ্যান ক‌রে‌ছে ব‌লে দা‌বি ক‌রে‌ছে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এমপি। তি‌নি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোমবার দুপুরে কালকিনি পৌরসভা মাঠে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের দলীয় নেতা কর্মীদের নিয়ে মতবিনিময় সভায় একথা ব‌লেন।

ড. আবদুস সোবহান গোলাপ আরোও বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টার্নেলসহ সামগ্রিক উন্নয়নের ইশতেহার তুলে ধরে বলেন এই উন্নয়নের বিপক্ষে একটি মহল ষড়যন্ত্র করে হরতাল ও অবরোধ ডেকেছে যা দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষ ভালো থাকে শান্তিতে থাকে।

সভায় আরো উপস্থিত ছিলেন কালকিনি পৌর মেয়র এস এম হানিফ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ বাসার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লোকমান সরদার, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল বাসার, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ মনিরুজ্জামান হাওলাদার, মহিলা আওয়ামী লীগের সভাপতি চায়না খানম, পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিস ডলি, সি ডি খান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাঁন মিয়া শিকদার, ডাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ভাষাই শিকদার, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিরাজুল ইসলাম, শিকারমঙ্গল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজ মৃধাসহ বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা।