আপডেট : ৮ নভেম্বর, ২০২৩ ১৫:০৭
রাজশাহীতে বেড়েছে অপরাধমূলক কর্মকাণ্ড
মতিউর মর্তুজা, রাজশাহী

রাজশাহীতে বেড়েছে অপরাধমূলক কর্মকাণ্ড

হঠাৎই রাজশাহীতে আশঙ্কাজনক হারে বাড়ছে খুন-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ। পুলিশের তথ্য অনুযায়ী গত তিন মাসে ১৬টি হত্যাকাণ্ড ও ১৩টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অপরাধ কার্যক্রম বাড়ায় রাজশাহীবাসী উদ্বেগের মধ্যে দিন পার করছেন। এসব অপরাধের পাশাপাশি আছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। যদিও পুলিশের দাবি অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে নিরাপত্তা কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। অপরাধ বিশেষজ্ঞদের অভিমত, জাতীয় নির্বাচনের আগে সংবেদনশীল সময় বেছে নিয়ে অপরাধীরা তৎপর হয়ে উঠেছে।

রাজশাহীতে গত ২৯ অক্টোবর ৪ ঘণ্টার ব্যবধানে ভয়াবহ হত্যাকাণ্ডের শিকার হন চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার কাজেম আলী এবং পল্লি চিকিৎসক এরশাদ আলী দুলাল (৪৫)। সে দিন রাত পৌনে ১২টার দিকে প্রাইভেট চেম্বার শেষে বাড়িতে ফেরার পথে বর্ণালীর মোড়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতের শিকার হন ডাক্তার কাজেম আলী। পরে হাসপাতালে ভর্তি করা হলে তার মৃত্যু হয়। নিহত চিকিৎসক কাজেম আলী চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ। নগরীর লক্ষ্মীপুরে অবস্থিত ইসলামী ব্যাংক হাসপাতাল এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখতেন। পপুলার ডায়াগনস্টিক সেন্টারে তার চেম্বার শেষে বাড়িতে ফেরার পথে বর্ণালীর মোড়ে তার মোটরসাইকেলের গতি রোধ করে একদল দুর্বৃত্ত। এ সময় তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ওই সন্ত্রাসীরা। আহত অবস্থায় রাস্তা থেকে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান। এর আগে রাত পৌনে ৮টার দিকে নগরীর সিটিহাট এলাকার একটি নির্জন রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় এরশাদ আলী দুলাল নামে আরেকজন পল্লি চিকিৎসকের লাশ উদ্ধার করা হয়। নিহত এরশাদ পবা উপজেলার পারিলা ইউনিয়নের কিষ্টগঞ্জ গ্রামের সামির হাজির ছেলে। পল্লি চিকিৎসক দুলাল চেম্বার রোগী দেখার সময় মুখশধারী কয়েকজন দুর্বৃত্ত তাকে ধরে নিয়ে যায়। যার ভিডিও দোকানের সিসি ফুটেজে দেখা গেছে। পরে তাকে তুলে নিয়ে পিটিয়ে, কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

নিহতের পরিবারের সদস্যরা জানান, কিষ্টগঞ্জ বাজারে দুলালের নিজস্ব একটি চেম্বার রয়েছে। সেখানেই তিনি রোগী দেখেন এবং ওষুধ বিক্রি করেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুলালকে তার নিজের চিকিৎসা কেন্দ্র থেকে মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত মাইক্রোতে করে তুলে নিয়ে যায়। এ সময় এলাকাবাসী তাদের বাধা দিতে গেলে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে তারা। রোববার সন্ধ্যায় এ ঘটনার পর নগরীর চন্দ্রিমা থানায় সাধারণ ডায়েরি করেছিল দুলালের পরিবার। পরে রাতে দুলালের মৃতদেহের সন্ধান পাওয়া যায়।

সপ্তাহ পেরিয়ে গেলেও দুই চিকিৎসক হত্যার কোনো কূলকিনারা করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে গত ১৭ সেপ্টেম্বর ছিনতাইকারীদের হামলায় আহত হয়ে ১৭ দিন আইসিইউতে থেকে মারা যান রাজশাহী কলেজের শিক্ষার্থী নিশাদ আকরাম রিংকু। সব মিলিয়ে গত তিন মাসে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এলাকায় ৭টি হত্যাকাণ্ড ও ৮টি ছিনতাই এবং জেলা পুলিশ এলাকায় ৯টি হত্যাকাণ্ড ও ৫টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অপরাধ বাড়ায় সাধারণ মানুষ উদ্বেগের মধ্যে দিন পার করছেন।

রাজশাহীবাসী অপরাধীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার পাশাপাশি নিরাপত্তা জোরদার করার দাবি জানান। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের রাজশাহীর সভাপতি ডা. এ বি সিদ্দিক বলেন, ‘রাজশাহীর মতো শান্তির নগরীতে এমন হত্যাকাণ্ডের ঘটনা মেনে নেয়া যায় না। এখন একা একা বাসা থেকে বের হতেও ভয় লাগে। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানাই।’

তবে পুলিশের দাবি দুই চিকিৎসক হত্যার রহস্য উদ্ঘাটন করে দ্রুতই অপরাধীদের গ্রেপ্তার করা হবে। এ ছাড়া অন্যান্য হত্যাকাণ্ড ও ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে। অপরাধ দমনে নিয়মিত অভিযানের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম বলেন, ৯টি হত্যাকাণ্ড ও ৫টি ছিনতাইয়ের ঘটনার রহস্য উন্মোচন করা হয়েছে। বেশির ভাগ আসামি গ্রেপ্তার হয়েছে। এ ছাড়া বিট পুলিশের কার্যক্রম বৃদ্ধির মাধ্যমে সাধারণ মানুষকে অপরাধ প্রতিরোধের ব্যাপারে সচেতন করা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার বিজয় বসাক বলেন, মেট্রোপলিটন এলাকায় ৭টি খুনের মধ্যে ৫টির আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। একটি মামলা ইউডি মামলা থেকে খুনের মামলায় পরিণত হয়েছে। ৮ ছিনতাই মামলার অধিকাংশই শহরের প্রাণকেন্দ্র বোয়ালিয়া থানা এলাকায় হয়েছে। অধিকাংশ মামলাতেই আসামি গ্রেপ্তার ও মালপত্র উদ্ধার হয়েছে। দুই চিকিৎসক হত্যার মামলা গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

অপরাধ বিশেষজ্ঞ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. রবিউল ইসলাম বলেন, জাতীয় নির্বাচনের আগে সংবেদনশীল সময় বেছে নিয়ে অপরাধীরা তৎপর হয়ে উঠছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী, সিভি সোসাইটি, স্থানীয় প্রতিষ্ঠান, রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, গণমাধ্যমকর্মীসহ সব শ্রেণি-পেশার মানুষের সমন্বয়ের মাধ্যমে কাজ করে দ্রুত অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব।