নিবন্ধন বাতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জামায়াতের করা লিভ টু আপিলের (আপিলের অনুমতি) শুনানির জন্য আগামী ১৯ নভেম্বর দিন ঠিক করে দিয়েছেন সর্বোচ্চ আদালত।
রোববার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ চার বিচারপতির আপিল বেঞ্চ এ দিন ঠিক করে দেন।
জামায়াতের পক্ষে আইনজীবী এ জে মোহাম্মদ আলী আট সপ্তাহের সময় চেয়ে আবেদন করেন। পরে আদালত ১৯ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছেন।
জামায়াতের আইনজীবী এ জে মোহাম্মদ আলীর পক্ষে আইনজীবী মো. জিয়াউর রহমান সময় আবেদন করেন।
এসময় অপরপক্ষে ছিলেন তানিয়া আমীর। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
জামায়াতের রাজনৈতিক কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা এবং নিবন্ধন বাতিল হওয়ার পরও রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে নিবন্ধন ফেরত চাওয়ায় তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে আবেদন করেন মওলানা সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, মো. হুমায়ন কবির ও ইমদাদুল হক নামে তিন ব্যক্তি। এই আবেদনেরও শুনানি হবে একসঙ্গে।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা