আপডেট : ১৭ অক্টোবর, ২০২২ ১১:৩২
জুলিয়া যে নামে ডাকেন ক্লুনিকে

জুলিয়া যে নামে ডাকেন ক্লুনিকে

জুলিয়া রবার্টস ও জর্জ ক্লুনি

হলিউডের তারকা অভিনয়শিল্পী জুলিয়া রবার্টস ও জর্জ ক্লুনির বন্ধুত্ব দীর্ঘদিনের। তাদের বন্ধুত্বটা এতই মধুর যে, পরস্পর নিজেদের ডাকেন এক বিশেষ নামে! এমনকি সেই নামেই বন্ধুর নামটা মোবাইল ফোনে সেভ করে রেখেছেন। এমনই এক মজার খবর দিলেন হলিউডের এই দুই জাঁদরেল অভিনয়শিল্পী।

দুজন অভিনয় করেছেন ‘টিকিট টু প্যারাডাইস’ ছবিতে। সেই ছবির প্রচারের সুবাদেই ভক্তরা জানছেন তাদের দুজনের বন্ধুত্ব ও জীবনের নানা গোপন কথা। ছবির প্রচারে এক সাক্ষাৎকারে দুজন হাজির হয়েছিলেন ইউটিউবার জেক হ্যামিল্টনের কাছে। সেখানে এক প্রশ্নের উত্তরে তাদের সেলফোনে একে অপরের ইউনিক ডাক নাম নিয়ে কথা বললেন তারা।

রবার্টস তার সহশিল্পী ও বন্ধু জর্জ ক্লুনিকে ‘ব্যাটম্যান সেল’ নামে মোবাইলের কন্টাক্টে সেভ করেছেন। সেখানে তার কোনো ছবি নেই, শুধু এই কোড ব্যবহার করা। ১৯৯৭ সালের চলচ্চিত্র ‘ব্যাটম্যান অ্যান্ড রবিন’ এ অভিনয় করেছিলেন জর্জ ক্লুনি। সেখান থেকে এই নাম দেন এই অভিনেত্রী।

জর্জ ক্লুনির ফোনে অবশ্য সেভ করা ‘প্রিটি ওম্যান’ নামে। ক্লুনি ও রবার্টসের ১৯৯০ সালের জনপ্রিয় রোমান্টিক ফিল্ম ‘প্রিটি ওম্যান’-এর নামে সেভ করা। তিনি বলেন, ‘আমি জুলিয়া রবার্টস’ দিয়ে সেভ করিনি, কারণ যখন আমি ফোনটি হাতে তুলি তখন এই ‘প্রিটি ওম্যান’ নামটি দেখে সব রাগ ভেঙে যায়।’

‘টিকিট টু প্যারাডাইস’ চলচ্চিত্রে এই জুটি বিচ্ছেদ হওয়া এক জুটির চরিত্রে অভিনয় করেছেন। অলিভার পার্কার পরিচালিত ছবিটি শুক্রবার বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে।