আপডেট : ১৪ নভেম্বর, ২০২৩ ১২:১৩
জীবন বীমা কর্পোরেশনের সহকারী ম্যানেজার ব্যাচের পুনর্মিলনী
দৈনিক বাংলা ডেস্ক

জীবন বীমা কর্পোরেশনের সহকারী ম্যানেজার ব্যাচের পুনর্মিলনী

প্রধান কার্যালয়ের জীবন বীমা সভাকক্ষে রোববার জেবিসির সহকারী ম্যানেজার ব্যাচ ৯৯-এর এক পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়। এতে করপোরেশনের নবনিযুক্ত এমডি আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় তিনি করপোরেশনের সব ইতিবাচক উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন। সহকারী ম্যানেজার ব্যাচ ৯৯ করপোরেশনের এক ক্রান্তিকালে সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত সবাই চৌকস কর্মকর্তা হিসেবে পরিচিত। ম্যানেজার পিআরডি মো. মিজানুর রহমান নিজেই ব্যাচ ৯৯-এর একজন অন্যতম সদস্য। ১৯৯৯ সালের ১১ নভেম্বর একই দিনে ৮৩ জন সহকারী ম্যানেজার হিসেবে করপোরেশনে যোগদান করেন। গত ১১ নভেম্বর ছিল এ ব্যাচের কর্মকর্তাদের ২৫ বছরে পদার্পণের প্রথম দিন। ব্যাচ ৯৯ এই বছরকে ‘রজতজয়ন্তী বর্ষ’ হিসেবে পালনের উদ্দেশ্য নিয়ে এই পুনর্মিলনীর আয়োজন করে। বিজ্ঞপ্তি