আপডেট : ১৭ অক্টোবর, ২০২২ ১২:৪০
বাসের ধাক্কায় নির্মাণ শ্রমিকের মৃত্যু

বাসের ধাক্কায় নির্মাণ শ্রমিকের মৃত্যু

ছবি: দৈনিক বাংলা

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় সাইফুল শেখ (২৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। 

আজ সোমবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের ভাটিয়াপাড়া ফ্লাইওভার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল টুঙ্গিপাড়া উপজেলার পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়া গ্রামের মোতালেব শেখের ছেলে।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. তোফাজ্জেল হক জানান, ভাটিয়াপাড়া ফ্লাইওভার এলাকায় কালভার্টের পাশে সংস্কার কাজ করছিলেন সাইফুল। সকাল ৯ টার দিকে নড়াইল থেকে ঢাকাগামী নড়াইল এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক বাসটিকে পুলিশ আটক করতে পারলেও বাসের চালক পালিয়েছে।

তিনি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।