আপডেট : ১৪ নভেম্বর, ২০২৩ ১৬:২৩
ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৫ ফিলিস্তিনি নিহত
দৈনিক বাংলা ডেস্ক

ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৫ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের পশ্চিম তীরে তুলকারেম শহরের চারপাশে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় একটি হাসপাতালের পরিচালক একথা জানিয়েছেন। খবর এএফপি’র।

থাবেত হাসপাতালের প্রধান আমিন খাদের বলেন, ‘ওই শহরে ইসরায়েলীয় সেনাবাহিনীর অভিযান চলাকালে ২১ থেকে ২৯ বছর বয়সের ৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।’

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী অধিকৃত পশ্চিম তীরের একই নগরীতে তাদের সামরিক অভিযান চালানোর খবর এএফপি’কে নিশ্চিত করেছে।’