জয়পুরহাটে ওড়না দিয়ে ঢেকে রাখা অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ৮টায় জয়পুরহাট সদর উপজেলার হিচমী-পুরানাপৈল বাইপাস সড়কে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম আনোয়ারা বেগম (৪০)। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা আওলাই গ্রামে তার বাড়ি। মরদেহর পাশে পাওয়া একটি ভ্যানিটি ব্যাগের ভেতর মুঠোফোনের সূত্র ধরে তার পরিচয় শনাক্ত করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, ‘আজ বুধবার সকালে হিচমী-পুরানাপৈল বাইপাস সড়কে হিচমী ড্রিমস কিচেন এলাকায় সড়কের পাশে ওড়না দিয়ে ঢেকে রাখা মরদেহকে পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। তখন তারা ৯৯৯ কল করে ঘটনাটি জয়পুরহাট সদর থানা পুলিশকে জানায়।’
জয়পুরহাট সদর থানার উপপরির্দশক (এসআই) সাজ্জাদ হোসেন বলেন, ‘আনোয়ারা বেগমের মৃত্যু হয়েছে অন্য কোথাও। কেউ তাকে সড়কের পাশে ফেলে গেছেন। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।’
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা