আপডেট : ২১ নভেম্বর, ২০২৩ ১৪:৪৪
ওরিয়ন ফার্মা পার্কে সদ্য পাস করা এফসিপিএস ডাক্তারদের সংবর্ধনা
দৈনিক বাংলা ডেস্ক

ওরিয়ন ফার্মা পার্কে সদ্য পাস করা এফসিপিএস ডাক্তারদের সংবর্ধনা

ওরিয়ন ফার্মা লিমিটেড গত ১৭ নভেম্বর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ওরিয়ন ফার্মা পার্কে সদ্য পাস করা এফসিপিএস ডাক্তারদের সংবর্ধনা দিয়েছে। এফসিপিএস ডিগ্রিকে সবচেয়ে মর্যাদাপূর্ণ ডিগ্রিগুলোর মধ্যে একটি বিবেচনা করা হয়। এ জন্য একাগ্রতা ও অধ্যবসায়ের প্রয়োজন এবং দীর্ঘদিনের কঠোর পরিশ্রমে অর্জিত সাফল্য উদযাপনের ওই দিনটি তাদের পরিবারবর্গের উপস্থিতিতে আরও প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানের অংশ হিসেবে ডাক্তাররা ওরিয়ন ফার্মা লিমিটেডের ফ্যাক্টরি পরিদর্শন করেন এবং ওষুধের গুণমান ও উৎপাদন প্রক্রিয়ার ওপর সন্তুষ্টি প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস এম নূর হোসেন, নির্বাহী পরিচালক, সেলস ও মার্কেটিং, ওরিয়ন ফার্মা লিমিটেড, মো. সুলতান মাহমুদ আলম, ভাইস প্রেসিডেন্ট, সেলস, মো. মনজুর-এ-খোদা, সহকারী ভাইস প্রেসিডেন্ট, মার্কেটিং এবং অন্য নির্বাহী কর্মকর্তারা। বিজ্ঞপ্তি