প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। ফাইল ছবি
আইনগত সহায়তা বিষয়ক একটি সেমিনারে অংশ নিতে ভারত সফরে গেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
রোববার দুপুরে তিনি ভারতের উদ্দেশে দেশ ত্যাগ করেন।
প্রধান বিচারপতির সফরকালীন এ সময়ে প্রধান বিচারপতির কার্যভার পালন করবেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি বোরহান উদ্দিন।
সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এ তথ্য জানা গেছে।
‘ফার্স্ট রিজওনাল কনফারেন্স অন অ্যাকসেস টু লিগ্যাল এইড: স্ট্রেনদেনিং এক্সেস টু জাস্টিস ইন দ্য গ্লোবাল সাউথ’ শীর্ষক সেমিনারে অংশগ্রহণ করতে রোববার দুপুরে প্রধান বিচারপতি ভারতে যান।
পাঁচ দিনের সফর শেষে আগামী ১ ডিসেম্বর সন্ধ্যায় দেশে ফিরবেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।