প্রতিবছরের ন্যায় এবারও ভালো ফলের ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখেছে কমার্স বিশেষায়িত দেশ সেরা ঢাকা কমার্স কলেজ। গত রোববার প্রকাশিত ২০২৩ সালের ফল বিশ্লেষণে দেখা যায় কলেজটির ৩ হাজার ২২৩ জন শিক্ষার্থী অংশগ্রহণকারীর মধ্যে ৩ হাজার ২০০ জন কৃতকার্য হয়েছে। পাসের হার ৯৯.২৯ শতাংশ। ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান এই উভয় শাখা থেকে মোট ৩৫২ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
ব্যবসায় শিক্ষা শাখা থেকে ১ হাজার ৬২৮ জন অংশগ্রহণকারীর মধ্যে কৃতকার্য হয় ১ হাজার ৬১৭ জন। তন্মধ্যে জিপিএ-৫ অর্জন করেছে ১২৮ জন। পাসের হার ৯৯.৩২ শতাংশ। আর বিজ্ঞান শাখা থেকে ১ হাজার ৫৯৫ জন অংশগ্রহণকারীর মধ্যে কৃতকার্য হয় ১ হাজার ৫৮৩ জন। তন্মধ্যে জিপিএ-৫ অর্জন করেছে ২২৪ জন। পাসের হার ৯৯.২৫ শতাংশ।
ভালো ফল অর্জনের প্রতিক্রিয়ায় কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আবু মাসুদ বলেন, ‘বুদ্ধিবৃত্তিক চর্চায় ভালো ফল অর্জনের ব্যাপারটিতে গুরুত্বারোপের মাধ্যমেই মূলত আমাদের ধারাবাহিক এই সাফল্য।’ বিজ্ঞপ্তি
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা