আপডেট : ২৯ নভেম্বর, ২০২৩ ১৯:৪৮
এবারের নির্বাচনে অনেক ভোট পড়বে: মোমেন
সিলেট ব্যুরো

এবারের নির্বাচনে অনেক ভোট পড়বে: মোমেন

এবারের নির্বাচনে অনেক ভোট পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন। এতে নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে বলেও জানিয়েছেন তিনি।

গতকাল বুধবার দুপুরে সিলেট-১ আসনের প্রার্থী হিসেবে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমাদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন আশাবাদ ব্যক্ত করেন।

মোমেন বলেন, কে আসলো না আসলো সেটা বিষয় না, জনগণ সঙ্গে আছে কি না সেটাই দেখার বিষয়।

সিলেট-১ আসনে এবারও আওয়ামী লীগ থেকে মনোনয়ন পান মোমেন। গত নির্বাচনেও তিনি এ আসন থেকে নির্বাচিত হন।

মনোনয়নপত্র জমা দেয়ার পর এ কে আব্দুল মোমেন আরও বলেন, বিএনপির আন্দোলনের নমুনা হলো রাতের অন্ধকারে লুকিয়ে আগুন জ্বালানো। এতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না।

এ সময় তিনি বলেন, এবারের নির্বাচনে অনেক ভোট পড়বে, তাতেই নির্বাচনে গ্রহণযোগ্যতা আসবে।

তিনি দেশের মানুষকে নির্বিঘ্নে উৎসমুখর পরিবেশে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানান।

এর আগে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে মনোনয়নপত্র জমা দেন সিলেট-১ আসনের বর্তমান সাংসদ ড. এ কে আব্দুল মোমেন।