আপডেট : ১ ডিসেম্বর, ২০২৩ ১৬:১১
চট্টগ্রামে স্বতন্ত্রদের নিয়ে ‘টেনশনে’ নৌকার প্রার্থীরা
রতন কান্তি দেবাশীষ, চট্টগ্রাম

চট্টগ্রামে স্বতন্ত্রদের নিয়ে ‘টেনশনে’ নৌকার প্রার্থীরা

চট্টগ্রামে স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে টেনশনে আছেন নৌকার প্রার্থীরা। চট্টগ্রামের ১৬ আসনের মধ্যে অন্তত ৯টি আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আওয়ামী লীগের ১৩ জন। তাদের মধ্যে হেভিওয়েট নেতাও রয়েছেন। একজন এমপিও রয়েছেন। একটি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এমপিপুত্র। ওই এমপি এবারও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। এসব আসনে ৭ জানুয়ারির নির্বাচন তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আশা করছেন তৃণমূলের নেতা-কর্মীরা।

আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা দলের সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত মনোনয়নের চিঠি নিয়ে নিজ নিজ এলাকায় ফিরে এসেছেন। মনোনয়নপ্রাপ্তদের ঘিরে চট্টগ্রামের-১৬ আসনে যেমন ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। একই সঙ্গে দলের মধ্যে তাদের বিরোধী শিবিরের নেতা-কর্মীরাও স্বতন্ত্র প্রার্থীদের (মনোনয়ন বঞ্চিত) নিয়ে নির্বাচনী মাঠে নেমে পড়েছেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দলের প্রার্থীদের পাশাপাশি দলের স্বতন্ত্র প্রার্থীরাও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

চট্টগ্রাম-১ মীরসরাই আসনে সাতবারের নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবার নিজের ছেলেকে এ আসনটি ছেড়ে দিয়েছেন। দল থেকে মনোনয়ন পেয়েছেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ছেলে উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুবুর রহমান রুহেল। এ আসনে মনোনয়ন চেয়ে বঞ্চিত হয়েছেন উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। স্থানীয়দের মতে, এ আসনে রুহেলের সঙ্গে গিয়াস উদ্দিনের ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রয়েছে।

চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য প্রয়াত রফিকুল আনোয়ারের মেয়ে সংরক্ষিত আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব। তিনিও শক্ত প্রার্থী বলে এলাকাবাসী জানিয়েছে।

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দাগাঁও) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য নোমান আল মাহমুদ। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আবদুস ছালাম।

এ আসনে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন মহানগর আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার বিজয় কৃষান চৌধুরীও। দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা আবদুল কাদের সুজনও নির্বাচন করতে পারেন।

চট্টগ্রাম-১০ ডবলমুরিং-খুলশী আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রাপ্ত বর্তমান সংসদ সদস্য মো. মহিউদ্দিন বাচ্চুর সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে অবতীর্ণ হচ্ছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলম। তিনি বলেন, ‘প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উৎসবমুখর জাতীয় নির্বাচন প্রয়োজন। তাই নির্বাচন করতে চাই। নির্বাচিত হয়ে জনগণের কল্যাণে কাজ করতে চাই।’

এ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এ ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র আবদুস সবুর লিটন।

চট্টগ্রাম-১১ বন্দর-পতেঙ্গা আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রাপ্ত বর্তমান সংসদ সদস্য এম এ লতিফের সঙ্গে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতায় নামছেন ৩৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক সুমন। এ ছাড়া লতিফপুত্র ওমর হাজ্জাজও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

চট্টগ্রাম-১২ পটিয়া আসনের বর্তমান সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরীর এবার দলীয় মনোনয়ন বঞ্চিত হয়েছেন। এ আসনে এবার দল থেকে মনোনয়ন পেয়েছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী। দল থেকে মনোনয়ন না পেলেও এ আসন থেকে তিনবারের নির্বাচিত সংসদ সদস্য হুইপ সামশুল হক চৌধুরী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া একাংশ) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী। এ আসনে মনোনয়ন চেয়ে পাননি চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন।

চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া–সাতকানিয়া একাংশ) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। মনোনয়ন বঞ্চিত হয়েছেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব। তিনিও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। এ আসনে স্বতন্ত্র হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়ে নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ডা. আ ম ম মিনহাজুর রহমানও।

চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হচ্ছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুজিবুর রহমান। একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ কবির লিটন।

জানা গেছে, স্বতন্ত্ররা এখন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন। কারণ স্বতন্ত্রদের কয়েকজন হেভিওয়েট হিসেবে পরিচিত। এসব আসনে জোরালো প্রতিদ্বন্দ্বিতা হবে- এমন ধারণা এলাকার ভোটারদের।