এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার ১২ লাখ তিন হাজার ৪০৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন। এর মধ্যে ছয় লাখ ২২ হাজার ৭৯৬ জন ছাত্র এবং পাঁচ লাখ ৮০ হাজার ৬১১ ছাত্রী।
শিক্ষামন্ত্রী দীপু মনি আজ বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিস্তারিত তথ্য-উপাত্ত সাংবাদিকদের জানান।
মন্ত্রী জানান, এবার দেশের দুই হাজার ৬৪৯টি কেন্দ্রে আগামী ৬ নভেম্বর থেকে এই পরীক্ষা শুরু হবে। এ বছর সংশোধিত ও পুনর্ববিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী দুইটি আবশ্যিক এবং তিনটি নৈর্বাচনিক ও চতুর্থ বিষয়ের বিষয়ের পরীক্ষা নেয়া হবে।
এইচএসসি ও সমমানের পরীক্ষার জন্য ৩ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানান শিক্ষামন্ত্রী।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা