ম্যাডোনার পরই দ্বিতীয় পপ কুইন হিসেবে পরিচিত লেডি গাগা। তবে গানের পাশাপাশি সিনেমায় অভিনয় করেও বাজিমাত করেন বিশ্বসংগীতের আলোচিত এ গায়িকা ও নায়িকা। তার প্রথম সিনেমা ‘আ স্টার ইজ বর্ন’ জায়গা করে নেয় অস্কারে। যদিও সিনেমাটির জন্য অস্কার না পেলেও ছবিটি গানের জন্য সেরা গায়িকা হিসেবে অস্কার জয় করেন এ পপতারকা।
সেই লেডি গাগা আবারও অভিনয় করেন বিশ্ব চলচ্চিত্রাঙ্গনে ঝড় তোলা ২০১৯ সালের মার্কিন মনস্তাত্ত্বিক থ্রিলার চলচ্চিত্র ‘জোকার’-এর সিক্যুয়াল ‘জোকার: ফোলি আ দ্য’-তে। টড ফিলিপস পরিচালিত এ সিনেমাটিতে হার্লে কুইন চরিত্রে অভিনয় করেছেন গাগা। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে সিনেমাটির প্রথম ঝলক। সেখানে লেডি গাগার ব্যতিক্রমী উপস্থিতি দেখে রীতিমতো উচ্ছ্বসিত ডিসি কমিকসের অনুরাগীরা।
জোকার ছবির মাধ্যমেই প্রথমবারের মতো সেরা অভিনেতা হিসেবে অস্কার জেতেন জোয়াকিন ফিনিক্স। জোকারের দ্বিতীয় কিস্তিতেও দেখা যাবে এ অভিনেতাকে। তার বিপরীতেই অভিনয় করেছেন লেডি গাগা। ছবিটি দর্শকের সামনে আসছে আগামী বছরের অক্টোবর মাসে। কিন্তু এরই মধ্যে ছবিটির মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন এ পপ কুইন।
আগের পর্বে ফিনিক্সই ছিলেন নির্মাতা টড ফিলিপসের মূল খেলোয়াড়। এবার তার সঙ্গে যুক্ত হলেন লেডি গাগা। মূলত ‘জোকার’ সিনেমাটি মারভেলের রমরমা যুগে ডিসিকে নতুন প্রাণ দিয়েছে। এর আগে ‘সুইসাইড স্কোয়াড’ ও ‘বার্ডস অব প্রে’ সিনেমায় হার্লে কুইন চরিত্রে অভিনয় করেন মার্গো রবি। এবার তার সে চরিত্রটি বাগিয়ে নিয়েছেন গাগা।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা