আপডেট : ৩ ডিসেম্বর, ২০২৩ ১৫:২১
আইপিএলকে সাকিব-লিটনের ‘না’
ক্রীড়া প্রতিবেদক

আইপিএলকে সাকিব-লিটনের ‘না’

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মানেই ক্রিকেটভক্তদের পাশাপাশি বিশ্বের ক্রিকেটারদের ভেতরও চলে উন্মাদনা। অর্থের ঝনঝনানির কারণে ক্রিকেটাররা মুখিয়ে থাকে টুর্নামেন্টের ড্রাফটে নিজেদের নাম লেখাতে। ড্রাফটের পর তীর্থের কাকের মতো বসে থাকে দল পাওয়ার আশায়।

প্রতি বছরের মতো আইপিএলের আসন্ন আসরের প্রস্তুতি শুরু হয়েছে ইতোমধ্যেই। আগামী আসরের প্লেয়ার্স ড্রাফটও সম্পন্ন হয়েছে। ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আসন্ন আসরের নিলাম। আসরকে সামনে রেখে বিশ্বের ১ হাজার ১১৬ জন ক্রিকেটার নাম লিখিয়েছেন প্লেয়ার্স ড্রাফটে।

বাংলাদেশ থেকে ড্রাফটে জায়গা করে নিয়েছেন ৬ ক্রিকেটার। এরা হলেন মাহমুদউল্লাহ রিয়াদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

আসন্ন এই আসর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বাংলাদেশি ক্রিকেটারদের ভেতর সবচেয়ে বেশি বার আইপিএলে খেলা সাকিব আল হাসান। একই পথে হেঁটেছেন লিটন কুমার দাসও। কিছুদিন আগেই কলকাতা নাইট রাইডার্স সম্পর্ক ছিন্ন করেছে এ দুজনের সঙ্গে। সে কারণেই ড্রাফটে নিজেদের নাম দেননি সাকিব-লিটন। সাকিব-লিটনের মতো আসন্ন আইপিএলকে ‘না’ বলেছেন জোফরা আর্চার ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।

বাংলাদেশি ছয় ক্রিকেটারের ভেতর সর্বাধিক ভিত্তিমূল্য মুস্তাফিজের। কাটার মাস্টারের বেইজ ভ্যালু ধরা হয়েছে ২ কোটি রুপি।

এদিকে প্লেয়ার্স ড্রাফটে বরাবরের মতো এবারও সবচেয়ে বেশি নাম লিখিয়েছে ভারতের ক্রিকেটাররা। ড্রাফটে নাম নিশ্চিত করা ১ হাজার ১১৬ ক্রিকেটারের ভেতর ৮৩০ জনই ভারতীয়। বিদেশি রয়েছেন ৩৩৬ জন।

এবারের ড্রাফটে জায়গা করে নেয়া ৯০৯ ক্রিকেটারের কোনো অভিজ্ঞতাই নেই আন্তর্জাতিক ক্রিকেট খেলার।

সর্বোচ্চ ভিত্তিমূল্যে দুই কোটি রুপি ধরা বিদেশি ক্রিকেটাররা হলেন, মুজিব-উর রহমান, শন অ্যাবট, প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্র, জশ ইংলিশ, মিচেল স্টার্ক, স্টিভ স্মিথ, মুস্তাফিজুর রহমান, টম ব্যান্টন, হ্যারি ব্রুক, বেন ডাকেট, জেমি ওভারটন, আদিল রশিদ, ডেভিড উইলি, ক্রিস ওকস, লকি ফার্গুসন, জেরাল্ড কোয়েটজে, রাইলি রুশো, রসি ভ্যান ডার ডুসেন ও অ্যাঞ্জেলো ম্যাথিউস।

দেড় কোটি রুপি ভিত্তি ধরা হয়েছে মোহাম্মদ নবি, মইসেস হেনরিকস, ক্রিস লিন, কেইন রিচার্ডসন, ড্যানিয়েল স্যামস, ড্যানিয়েল ওরাল, টম ক্যারান, মার্চেন্ট ডি ল্যাঙ্গ, ক্রিস জর্ডান, ডাওয়িড মালান, টাইমাল মিলস, ফিল সল্ট, কোরি অ্যান্ডারসন, কোলিন মুনরো, জিমি নিশাম, টিম সাউদি, কলিন ইনগ্রাম, ওয়ানিন্দু হাসারাঙ্গা, জেসন হোল্ডার ও শেরফেন রাদারফোর্ডের।

এদিকে এক কোটি রুপি ভিত্তিমূল্য ধার্য করা ক্রিকেটারদের ঘরে আছেন অ্যাশটন এইগার, রিলে মেরেডিথ, ডি’আরকি শর্ট, অ্যাশটন টার্নার, গাস অ্যাটকিনসন, স্যাম বিলিংস, মাইকেল ব্রেসওয়েল, মার্টিন গাপটিল, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, ওয়েইন ফার্নেল, ডোয়েন প্রিটোরিয়াস, আলজেরি জোসেফ, রভম্যান পাওয়েল ও ডেভিড উইজ।

আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজি মোট ৭৭ ক্রিকেটারকে কিনতে পারবেন। এর ভেতর ৩০ জন থাকবেন বিদেশি ক্রিকেটার। ফ্র্যাঞ্চাইজিগুলো খেলোয়াড় কেনার পেছনে সব মিলিয়ে ২৬২.৯৫ কোটি ভারতীয় রুপি খরচ করতে পারবে।