আপডেট : ৪ ডিসেম্বর, ২০২৩ ২১:৫৪
টাইগ্রেসদের থাবায় উড়ে গেল সিঙ্গাপুর
ক্রীড়া প্রতিবেদক

টাইগ্রেসদের থাবায় উড়ে গেল সিঙ্গাপুর

ছবি:সংগৃহীত।

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ১২ ধাপ এগিয়ে সিঙ্গাপুর। আর তাদেরই ঘরের মাঠে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের দুটিতেই উড়িয়ে দিয়েছে সাবিনা-সানজিদারা। প্রথম ম্যাচে ৩-০ গোলে জয় বাগিয়ে নেওয়ার পর মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে টাইগ্রেসরা জয় পেয়েছে ৮-০ ব্যবধানে।

এর ভেতর দিয়ে ২০২৩ সালের ফিফা আন্তর্জাতিক চক্র দুর্দান্ত এক জয় দিয়ে শেষ হলো বাংলাদেশ নারী ফুটবল দলের। সিঙ্গাপুরের জালে বাংলাদেশের করা আট গোলের ভেতর জোড়া গোল করেন তহুরা খাতুন ও ঋতুপর্ণা চাকমা। একটি করে গোল করেন অধিনায়ক সাবিনা খাতুন, সানজিদা আক্তার, সুমাইয়া মাতসুমি ও জুনিয়র শামসুন্নাহার।

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছিল বাংলাদেশ। যার ফলে ১৬ মিনিটের মাথায়ই লিড পায় বাংলাদেশ।

সাবিনার ফ্রি কিক থেকে বক্সের ভেতর থাকা তহুরা হেড থেকে বের করে আনেন প্রথম গোল।

এক মিনিট বাদেই অধিনায়ক সাবিনার নেয়া কর্নার থেকে দুর্দান্ত এক প্লেসিংয়ে স্কোরলাইন ২-০ করেন ঋতুপর্ণা চাকমা। ২৪তম মিনিটে বক্সের মধ্য থেকে সানজিদার শট সিঙ্গাপুরের গোলরক্ষক গ্রিপে নিতে পারেননি। সামনে থাকা তহুরা বল জালে পাঠান।

৩-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করার পর দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের ধার বাড়ায় স্বাগতিকরা। ৫৭তম মিনিটে ব্যবধান বাড়ে সানজিদার সুবাদে।

চার মিনিট বাদেই সিঙ্গাপুরের এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে ঋতুপর্ণা বাঁ পায়ে জোরালো শটে দলকে এনে দেন পঞ্চম গোল। ৭৫তম মিনিটে শামসুন্নাহার জুনিয়রের পাসে সাবিনা দারুণ প্লেসিং করে জালের ঠিকানা খুঁজে নেন।

বাংলাদেশের শেষ দুটি গোল আসে দুই বদলি খেলোয়াড় মাতসুসিমা ও শামসুন্নাহার জুনিয়রের সুবাদে। ৮৭তম মিনিটে বদলি মাতসুসিমা দারুণ এক সাইড ভলিতে গোল করে ব্যবধান ৭-০ তে নিয়ে যান।

আর যোগ করা সময়ে সিঙ্গাপুরের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়ে বড় জয় নিশ্চিত করেন শামসুন্নাহার জুনিয়র।