আপডেট : ৫ ডিসেম্বর, ২০২৩ ১৫:১৭
আগুনে পুড়ল মেয়রের গাড়িসহ ১১টি যান
নাটোর প্রতিনিধি

আগুনে পুড়ল মেয়রের গাড়িসহ ১১টি যান

ছবি: দৈনিক বাংলা।

নাটোরের সিংড়ায় পৌরসভার গাড়ি রাখার গ্যারেজে আগুন লেগে মেয়রের গাড়িসহ আরও ১১টি যানবাহন পুড়ে গেছে। মঙ্গলবার ভোর ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

মিজানুর রহমান জানান, আজ ভোর ৪টার দিকে পৌরসভা ভবনের পাশে অফিসের গাড়ি রাখা একটি গ্যারেজে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস দূর্ঘটনাকবলিত স্থানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই গ্যারেজের ভেতর রাখা মেয়র মো. জান্নাতুল ফেরদৌসের একটি ব্যক্তিগত গাড়িসহ, দুটি কমিউনিটি অ্যাম্বুলেন্স ও আটটি ইজিবাইক পুড়ে যায়।

এ বিষয়ে সিংড়া থানার ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন আলী জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে আগুনের সুত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন লাগার মূল কারন এখনো জানা যায়নি।