বাংলাদেশে সেন্সর পেয়েছে রণবীর কাপুর ও রাশমিকা মান্দানা অভিনীত 'অ্যানিমেল' সিনেমাটি। ফলে আগামীকাল বৃহস্পতিবার থেকে হলে গিয়ে দেখতে পারবেন বাংলাদেশের দর্শকরা। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির আমদানিকারক প্রতিষ্ঠান কাট অ্যান্ড কাট এন্টারটেইনমেন্টের পরিচালক অনন্য মামুন।
এ প্রসঙ্গে অনন্য মামুন বলেন,'বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। ফলে আগামীকাল থেকে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘অ্যানিমেল’। প্রাথমিকভাবে ৪৮টি স্ক্রিনে সিনেমাটি দেখানো হবে। পরে আরও হল বাড়বে। এ ছাড়া বৃহস্পতিবার যেসব হলে অনলাইন টিকিট কাটার ব্যবস্থা রয়েছে, সেগুলোতেও দেখানো হবে।'
ছবিটির আরেক আমদানিকারক প্রতিষ্ঠান কিবরিয়া ফিল্মসের কর্ণধার গোলাম মোহাম্মদ কিবরিয়া লিপু জানান, পূর্ণাঙ্গ সিনেমাটি দেখার সুযোগ পাবেন না বাংলাদেশিরা। সেন্সরের জন্য জমা দেয়া হয়েছিল ২ ঘণ্টা ৫০ মিনিটের একটি ভার্সন। অর্থাৎ দেশের দর্শকরা অন্য দেশের দর্শকের চেয়ে ৩০ মিনিট কম উপভোগ করবেন ছবিটির।
প্রসঙ্গত,চলতি মাসের প্রথম দিনেই প্রেক্ষাগৃহে মুক্তি পায় সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত সিনেমা 'অ্যানিমেল'। মাত্র ৫ দিনেই বিশ্বব্যাপী ৪৮১ কোটি রুপি ব্যবসা করেছে রণবীর কাপুর অভিনীত সিনেমাটি। পিতা-পুত্রের ভালোবাসা ও দ্বন্দ্বের গল্পের এ সিনেমায় রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধেছেন রাশমিকা মান্দানা। এছাড়াও অভিনয়ে আছেন অনিল কাপুর, ববি দেওল প্রমুখ।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা