কক্সবাজারের চকরিয়ায় বাসচাপায় দুই শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে চকরিয়ার ডুলহাজারা এলাকায় (চট্টগ্রাম-কক্সবাজার) মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো, ডুলহাজারা ইউনিয়নের মাইজ পাড়া সৌদি প্রবাসী নাছির উদ্দিনের দুই সন্তান আব্দুর রহমান (৮) ও সাবা আক্তার (৬)। এতে গুরুতর আহত হয়ে প্রবাসী নাছির উদ্দিনের এক ভাতিজী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর।
মালুমঘাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, ‘ডুলহাজারা এলাকায় দুই শিশু তাড়াহুড়ো করে সড়ক পার হতে গিয়ে বাসের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। তাদের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে। বাসটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে।’