বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল বচ্চন পরিবারের সঙ্গে বনিবনা হচ্ছে না ঐশ্বরিয়া রাই বচ্চনের। এমনকি নামের সঙ্গে বচ্চন শব্দটিও ফেলে দিয়েছেন সাবেক এই মিস ইউনিভার্স। অন্যদিকে অভিষেক বচ্চনও নাকি হাত থেকে তার বিয়ের আংটি খুলে ফেলেছেন। এমনকি অভিষেকের সঙ্গে ডিভোর্সের গুঞ্জনও রটেছিল। তবে সব গুঞ্জনকে মিথ্যা প্রমাণ করে দিয়ে বচ্চন পরিবারের সঙ্গে অভিষেকের হাত ধরে ‘দ্য আর্চিজ’-এর প্রিমিয়ারে উপস্থিত হলেন ঐশ্বরিয়া।
‘দ্য আর্চিস’ সিনেমায় অভিনয় করেছেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা। অমিতাভ, জয়া বচ্চন তো বটেই, অগস্ত্যকে উৎসাহ দিতে এ দিন মেয়ে আরাধ্যাকে নিয়ে হাজির হয়েছিলেন অভিষেক, ঐশ্বরিয়া রাই বচ্চনও।
ছবিতে অগস্ত্যর নায়িকা বলিউড তারকা শাহরুখ খানের কন্যা সুহানা। এ সময় সুহানার পাশে হাজির ছিলেন শাহরুখ ও তার পুরো পরিবার। এ ছাড়া দেখা গেছে করণ জোহর, ববি দেওল, রণবীর কাপুর, নীতু কাপুর, রণবীর সিংদের। জুহি চাওলা ও কাজলও পৌঁছে ছিলেন দ্য আর্চিজের প্রিমিয়ারে। শ্রীদেবী-বনি কাপুরের ছোট মেয়ে খুশি কাপুর হাজির হয়েছিলেন মায়ের পোশাক ও গহনা পরে।
জোয়া আখতারের এই ছবি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে ৭ ডিসেম্বর মুক্তি পাবে। ‘দ্য আর্চিজ কমিকস’ অবলম্বনে তৈরি করা হয়েছে ছবিটি।
প্রসঙ্গত, সম্পত্তির ভাগবাঁটোয়ারা নিয়ে বচ্চন পরিবারের সদস্যদের মধ্যে চলছে অশান্তি, যা ছিল গত কয়েক দিনের খবরের শিরোনাম। অভিষেক-ঐশ্বরিয়ার সম্পর্কও ভালো যাচ্ছে না বলে মনে করা হচ্ছিল। তবে এবার পরিবারের স্বার্থেই এক মঞ্চে পুরো পরিবার। এদিন রং মিলিয়ে পোশাকও পরেছিলেন তারা।
এর আগে বেশ কয়েক দিন ধরেই স্বামীর বাড়ি থেকে বাইরে ছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। মাঝে কয়েক দিন বাবার বাড়িতেও কাটিয়েছেন তিনি।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা