আপডেট : ১০ ডিসেম্বর, ২০২৩ ১৮:৩৮
ঢাকা টেস্ট হেরে অস্বস্তিতে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক

ঢাকা টেস্ট হেরে অস্বস্তিতে বাংলাদেশ

নিজেদের বানানো স্পিনফাঁদে নিজেদেরই আত্মাহুতি দিতে হয়েছে বাংলাদেশকে। বছরের শেষ টেস্টে হারতে হয়েছে নিউজিল্যান্ডের কাছে ৪ উইকেটে। আর তাতে করে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করতে হয়েছে বাংলাদেশকে।

চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রের শুরুটা জয় দিয়ে করলেও দ্বিতীয় ম্যাচেই বাংলাদেশ ফিরে গেছে তাদের চিরচেনারূপে। কিউই স্পিনবিষ কুরে কুরে খেয়েছে টাইগার ব্যাটারদের। যে কারণে জয়ের সম্ভাবনা দেখিয়ে শুরু করা টেস্টকে বাংলাদেশ নিয়ে গেছে পরাজয়ের দোরগোড়ায়।

কিউইদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এলেও দ্বিতীয় ম্যাচে হেরে বাংলাদেশ নেমে গেছে পয়েন্ট টেবিলের চারে। তবে স্বস্তির কথা এই যে, রেটিং পয়েন্টে আসেনি কোনো পরিবর্তন। প্রথম ম্যাচ জিতে পাওয়া ১২ পয়েন্টই বহাল রয়েছে দ্বিতীয় ম্যাচে হারার পরও।

এদিকে টেবিলে উন্নতি হয়েছে নিউজিল্যান্ডের। ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উঠে উসেছে কিউইরা। দুটি টেস্টে জয় নিয়ে এখনো শীর্ষে আছে পাকিস্তান। তাদের পয়েন্ট ২৪। দুই টেস্টে একটি করে জয় ও ড্র নিয়ে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ভারত।

তালিকায় পাঁচ থেকে আটে যথাক্রমে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা।

এখন পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি চক্র সম্পন্ন হয়েছে। প্রথম আসরে নিউজিল্যান্ড এবং সর্বশেষ চক্রের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। দুইবারই ভারত ফাইনালে হেরেছে।

২০১৯ সাল থেকে শুরু হওয়া আইসিসির এই প্রতিযোগিতার তৃতীয় চক্র চলছে এখন। সব মিলিয়ে ৯ দলের মধ্যে ৬৯টি ম্যাচ শেষে ঠিক হবে বিজয়ীর নাম। এই দৌড় শেষ হবে ২০২৫ সালের জুনে। এরপর টেবিলের এক আর দুইয়ে থাকা দল খেলবে ফাইনাল। তাদের মধ্যে জয়ী দল হবে টেস্ট চ্যাম্পিয়ন।