আপডেট : ১২ ডিসেম্বর, ২০২৩ ১৭:১৪
গাজায় মানবিক সহায়তা ও যুদ্ধবিরতির আহ্বান আইসিএসসির
দৈনিক বাংলা ডেস্ক

গাজায় মানবিক সহায়তা ও যুদ্ধবিরতির আহ্বান আইসিএসসির

গাজার জনগণের জন্য জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় মানবিক সহায়তার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছে ইন্টারন্যাশনাল কোয়ালিশন অব সাইটস অব কনশ্যেন্স (আইসিএসসি)। সোমবার মুক্তিযুদ্ধ জাদুঘরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে একটি সম্পূর্ণ এবং অবিলম্বে যুদ্ধবিরতি, ইসরায়েলের কারাগারে নির্বিচারে আটক সব ফিলিস্তিনিকে মুক্তি, হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তির আহ্বান জানিয়েছে আইসিএসসি।

আইসিএসসি মনে করে, সহিংসতা কখনোই শান্তি ও নিরাপত্তা বয়ে আনতে পারে না, সহিংসতা যুদ্ধরত দলগুলোকে আলোচনায় অংশগ্রহণ করতে বাধা দেয়। আত্মরক্ষার নামে গাজার বেসামরিক জনসংখ্যার বিরুদ্ধে ইসরায়েলের চলমান আক্রমণ কেবল বেআইনিই নয়, বরং বিশ্বব্যাপী অস্থিতিশীলতায় অবদান রাখছে। একই সঙ্গে এটি সহিংসতার নতুন চক্রকে ইন্ধন জোগাচ্ছে। কেননা, ইতোমধ্যেই পৃথিবীজুড়ে ক্রমবর্ধমান সংখ্যক আরববিরোধী, ইসলামফোবিক এবং ইহুদিবিরোধী কর্মকাণ্ড দেখা যাচ্ছে।

ইন্টারন্যাশনাল কোয়ালিশন অব সাইটস অব কনশ্যেন্স হলো ঐতিহাসিক স্থান, জাদুঘর এবং স্মৃতি সংরক্ষণ পদক্ষেপের একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক, যা অতীতের সংগ্রামকে মানবাধিকার এবং সামাজিক ন্যায়বিচারের জন্য বর্তমান আন্দোলনের সাথে যুক্ত করে। বিজ্ঞপ্তি