আপডেট : ২০ অক্টোবর, ২০২২ ১৭:৩৭
প্রতিবছর ১৩ হাজার নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন
প্রতিবেদক, দৈনিক বাংলা

প্রতিবছর ১৩ হাজার নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন

স্তন ক্যান্সার নিয়ে আয়োজিত সেমিনার আযোজন করে বিএসএমএমইউ।

বাংলাদেশে প্রতিবছর ১৩ হাজারেরও বেশি নারী নতুন করে স্তন ক্যানসারে আক্রান্ত হন আর মারা যান ছয় হাজার ৭৮৩ জন। ক্যান্সারে আক্রান্ত নারীদের মধ্যে শতকরা ১৯ শতাংশ নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হন।

আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) স্তন ক্যান্সার বিষয়ক সেমিনার ‘সিএমই অন ব্রেস্ট ইমেজিং এন্ড ইন্টারভেনশন’ বিষয়ক সেমিনারে বিশেষজ্ঞরা এ কথা বলেন। সেমিনারের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগ।

সেমিনারে বলা হয়, আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসারের (আইএআরসি) হিসাবে, দেশে যত নারী ক্যান্সারে আক্রান্ত রয়েছেন, তাদের মধ্যে শতকরা ১৯ শতাংশ নারী স্তন ক্যান্সারে ভোগেন। অথচ সচেতন হলে স্তন ক্যান্সার নিরাময় করা সম্ভব।

আর এজন্য ঝুঁকিতে থাকা নারীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা, ২০ বছর বয়স থেকেই নিজে নিজে স্তন পরীক্ষা করা এবং ৩৫ বছররের ওপরের নারীরা ম্যামোগ্রাফিক স্ক্রিনিং করলে এ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, বর্তমানে স্তন ক্যান্সার নিয়ে আমরা বেশ উদ্বিগ্ন। এটি সম্ভবত খাদ্যাভ্যাস, পরিবেশ ও জলবায়ু পরিবেশগত পরিবর্তনের প্রভাবও হতে পারে। এছাড়াও বর্তমানে সচেতনা ও স্তন ক্যান্সার স্ক্রিনিং বাড়ার কারণে এ সমস্যাটি সবার সামনে আসছে।