আপডেট : ১৪ ডিসেম্বর, ২০২৩ ১৫:৩২
যুক্তরাষ্ট্র-ইসরায়েল কখনো হামাসকে নির্মূল করতে পারবে না: ইরান
দৈনিক বাংলা ডেস্ক

যুক্তরাষ্ট্র-ইসরায়েল কখনো হামাসকে নির্মূল করতে পারবে না: ইরান

অস্ত্র হাতে অ্যাকশনে এক হামাস যোদ্ধ। ছবি: সংগৃহীত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, হামাসকে কখনোই নিশ্চিহ্ন করতে পারবে না ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইসরায়েল শুধু সংঘাতের রাজনৈতিক সমাধানের মাধ্যমে গাজায় আটক বন্দিদের মুক্তি নিশ্চিত করতে পারে।

জেনেভায় জাতিসংঘে দেয়া বক্তব্যে হামাসকে স্বাধীনতাকামী গোষ্ঠী হিসেবেও বর্ণনা করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান। তিনি আরও বলেন, তেহরান-সমর্থিত হামাসকে নিশ্চিহ্ন করার অঙ্গীকার করেছে ইসরায়েল। কিন্তু শুধু রাজনৈতিক সমাধানের মাধ্যমেই হামাসের হাতে আটক বন্দিদের ফিরিয়ে আনা সম্ভব।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার জেনেভায় জাতিসংঘে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বক্তব্যের সময় এসব কথা বলেন হোসেইন আমির আবদুল্লাহিয়ান। বৈঠকের পরে ইরানের এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সব মন্ত্রীই একমত যে, ইসরায়েলের চলমান হামলা এবং তারা যে গণহত্যা করে চলেছে, তা অবিলম্বে বন্ধ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘রাফাহ সীমান্ত ক্রসিংটি উন্মুক্ত থাকতে হবে, গাজার প্রতিটি অংশে মানবিক সহায়তা পৌঁছাতে হবে এবং গাজার জনগণের জোরপূর্বক বাস্তুচ্যুতি বন্ধ করতে হবে।’

এদিকে গাজা উপত্যকায় হামাসের সঙ্গে তুমুল লড়াইয়ে গত মঙ্গলবার ১০ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। দেশটির সেনাবাহিনী বলেছে, নিহতদের মধ্যে দুই কমান্ডারও রয়েছে। গতকাল বুধবার স্থানীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল এই খবর প্রকাশ করেছে।

ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, এ নিয়ে স্থল আক্রমণে নিহত সেনার সংখ্যা ১১৫ জনে দাঁড়িয়েছে।

উত্তর গাজার শেজাইয়া শরণার্থী শিবিরে অভিযান চালানোর সময় ওইসব সেনা নিহত হন। মঙ্গলবার সন্ধ্যায় অস্ত্র ও প্রকৌশল বাহিনীর সঙ্গে গোলানি ব্রিগেডের পদাতিক সৈন্যরা কাসবাহ বা শেজাইয়ার কেন্দ্রস্থলে অনুসন্ধান অভিযান চালাচ্ছিল। এটি উত্তর গাজায় হামাসের সবচেয়ে সুরক্ষিত ঘাঁটি।

পরিত্যক্ত ভেবে তিনটি ভবনের একটি ক্লাস্টারে অনুসন্ধান চালাতে প্রবেশ করেছিল ইসরায়েলি সেনারা। সুড়ঙ্গের প্রবেশদ্বার দিয়ে একটি ভবনে ঢোকার সঙ্গে সঙ্গে তাদের ওপর হামাস যোদ্ধারা অতর্কিত হামলা চালায়। ওই সময় ইসরায়েলের ওই ১০ সেনা নিহত হয়।

এদিকে হামাসের সুড়ঙ্গগুলোতে পানি ঢালতে শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হামাসকে ধ্বংস করার জন্য ভূমধ্যসাগর পাম্পের মাধ্যমে হামাসের সুড়ঙ্গগুলোতে পানি ঢালা হচ্ছে। হামাসকে ধ্বংস করার জন্য এই প্রক্রিয়াকে বড় ধরনের কৌশল বলা হচ্ছে। কয়েক সপ্তাহ ধরে এ প্রক্রিয়া চলতে পারে।