আপডেট : ১৭ ডিসেম্বর, ২০২৩ ১৪:৫৩
বিক্ষোভে উত্তাল ইসরায়েল
দৈনিক বাংলা ডেস্ক

বিক্ষোভে উত্তাল ইসরায়েল

তিন জিম্মিকে হত্যার প্রতিবাদে গতকাল তেল আবিবে বিক্ষোভ করে ইসরায়েলিরা। ছবি: এপি

নিরাপত্তার জন্য ‘হুমকি’ মনে করে ‘ভুলবশত’ তিন জিম্মিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। নিহতরা জিম্মির ইসরায়েলি বলে নিশ্চিত হয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার গাজা সিটির কাছে এ ঘটনা ঘটে।

অবরুদ্ধ গাজায় হামাসের হাতে আটক নিজেদের তিন জিম্মিকে ভুল করে হত্যার স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এ ঘটনায় বিক্ষোভে উত্তাল হয়ে পড়েছে ইসরায়েল। এদিকে এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক বিবৃতিতে তিনি ঘটনাটি ‘অসহনীয় ট্র্যাজেডি’ বলে উল্লেখ করেছেন।

ইসরায়েলি সংবাদমাধ্যমে বলা হয়েছে, যে তিন জিম্মি নিজ সেনাদের হাতে প্রাণ হারিয়েছেন, তারা সেনাদের দিকে আসছিলেন। তখন তাদের নিরাপত্তার জন্য হুমকি মনে করে গুলি ছোড়া হয়। পরে মরদেহের কাছে গিয়ে সন্দেহ হলে, সেগুলো ইসরায়েলে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, নিহতরা ইসরায়েলি। তাদের গত ৭ অক্টোবর হামাস গাজায় ধরে নিয়ে গিয়েছিল।

সেনাবাহিনী জিম্মিদের হত্যার কথা স্বীকার করার পরই শুক্রবার রাতে ইসরায়েলে বিক্ষোভ শুরু হয়। রাজধানী তেল আবিবে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে জড়ো হন শত শত মানুষ। তারা সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। সেখানে জড়ো হওয়া জিম্মিদের আত্মীয়স্বজনরা দাবি জানান, এখনো যারা গাজায় আটকে আছেন, তাদের উদ্ধারে যেন হামাসের সঙ্গে আলোচনা শুরু করা হয়।

গত ২৪ নভেম্বর হামাসের সঙ্গে ইসরায়েলের অস্থায়ী যুদ্ধবিরতি হয়েছিল। যা সাত দিন স্থায়ী ছিল। এই সাত দিনে ১১০ জিম্মিকে মুক্তি দিয়েছিল হামাস।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে জড়ো হওয়া অনেককে প্ল্যাকার্ড হাতে দেখা যায়। একটি প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘প্রতিদিন, একজন জিম্মি মারা যাচ্ছে।’
ইতাই এসভিরস্কি নামের এক জিম্মির বোন ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘আমি ভয়ে মরে যাচ্ছি। আমরা এখনই চুক্তি (যুদ্ধবিরতি) চাই।’
তিন জিম্মিকে হত্যার ঘটনা ‘ট্র্যাজেডি’: নেতানিয়াহু

অবরুদ্ধ গাজায় হামাসের হাতে আটক নিজেদের তিন জিম্মিকে ভুল করে হত্যার কথা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক বিবৃতিতে তিনি ঘটনাটি ‘অসহনীয় ট্র্যাজেডি’ বলে উল্লেখ করেন।

ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গাজায় তীব্র লড়াই চলাকালে তিন জিম্মিকে হুমকি হিসেবে চিহ্নিত করে সেনারা। এরপর সেনারা তাদের দিকে গুলি চালায় এবং তারা নিহত হয়। নিহতদের একজন ইয়োতাম হাইম, অন্যজন সামের তালালকা। তবে তৃতীয় জনের নাম প্রকাশ করা হয়নি।

নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ড্যানিয়েল হাগারি বলেন, এ ঘটনার সম্পূর্ণ দায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ)। ঘটনাটির তদন্তে পূর্ণ স্বচ্ছতা থাকবে।

তিনি আরও বলেন, ‘ইসরায়েলের সব জনগণের পাশাপাশি আমিও আমাদের অপহৃত তিন প্রিয় সন্তানের মৃত্যুতে শোক প্রকাশ করছি। এই কঠিন সময়ে শোকাহত পরিবারগুলোর প্রতি আমার সমবেদনা রইল।’