আপডেট : ২১ ডিসেম্বর, ২০২৩ ১৫:২৫
এভাবেও ফিরে আসা যায়
ক্রীড়া প্রতিবেদক

এভাবেও ফিরে আসা যায়

তাসকিন আহমেদ, লিটন দাস কিংবা নাজমুল হোসেন শান্ত; বাংলাদেশ ক্রিকেটে ফিরে আসার গান লিখা এমন ক্রিকেটারের সংখ্যা মোটেও কম নয়। এবার সেই একই মিছিলে যোগ দিলেন টাইগার ওপেনার সৌম্য সরকার। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেই এই বাঁহাতি ব্যাটার যেন জানান দিলেন, তিনি এখনো ফুরিয়ে যাননি। ম্যাচটি বাংলাদেশ না জিতলেও সৌম্য গড়েছেন ইতিহাস, খেলেছেন ১৫১ বলে ১৬৯ রানের এক অবিশ্বাস্য ইনিংস, যার সুবাদে হয়েছেন ম্যাচসেরাও।

তবে সব চাপ সামাল দিয়ে সৌম্য নিজের ফিরে আসার আভাস দিলেও এই পথটুকু পাড়ি দেওয়া তার জন্য মোটেও সহজ ছিল না। সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল, বিভিন্ন গণমাধ্যমের কটূক্তি সব মিলিয়ে যে তিনি ভীষণ মানসিক চাপে ছিলেন তা বলাই যায়। এমনকি এই বাজে সময়ে তার পাশে দাঁড়ানো ব্যক্তি, টাইগার হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহেকেও এই বিষয়ে অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে। তবুও সৌম্য নিজের প্রিয় গুরুকে দেয়া কথা রেখেছেন, দিয়েছেন আস্থার প্রতিদান।

নিউজিল্যান্ডের বিপক্ষে সৌম্যর খেলা এই ইনিংসের মাধ্যমে ভেঙেছেন বেশ কিছু রেকর্ড। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে ওয়ানডে এটি দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। শুধু তাই না বরং, দেশের বাইরে ৫০ ওভারের ক্রিকেটে এটি কোনো বাংলাদেশির সর্বোচ্চ রানের ইনিংস। পাশাপাশি এদিন সাবেক ভারতীয় ব্যাটিং গ্রেট শচীন টেন্ডুলকারেরও এক রেকর্ড ভেঙেছেন তিনি। নিউজিল্যান্ডের মাটিতে কোনো এশিয়ান ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস এতদিন ছিল শচীনের; কিন্তু ১৬৯ রানের এই ইনিংসের মাধ্যমে মাস্টার ব্লাস্টারের এই রেকর্ড ভেঙে ফেলেছেন সৌম্য। খুব বেশি সময় আগের কথা নয়, চলমান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই সৌম্য ব্যাট হাতে রানের খাতা খুলতে পারেননি, বল হাতেও ছিলেন উইকেটশূন্য। এমনকি ছেড়েছিলেন ক্যাচও। এবার সৌম্য যেন বুধবার সেঞ্চুরি করে বুঝিয়ে দিলেন, তিনি এখনো ফুরিয়ে যাননি।