আপডেট : ২২ ডিসেম্বর, ২০২৩ ২০:২১
নির্বাচনের সময় ৩ দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা
৯ জানুয়ারি পর্যন্ত আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ
নিজস্ব প্রতিবেদক

নির্বাচনের সময় ৩ দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে তিন দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত বৃহস্পতিবার এক পরিপত্রে জানিয়েছে, আগামী ৫ জানুয়ারি রাত ১২টা থেকে ৮ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল করতে পারবে না।

নির্বাচনে ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি। ভোট ঘিরে ‍শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে মোটরসাইকেলের পাশাপাশি অন্যান্য যানবাহন চলাচলেও কড়াকড়ি আরোপ করা হয়েছে।

পরিপত্রে বলা হয়, আগামী ৬ জানুয়ারি রাত ১২টা থেকে ৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, পিকআপ, ট্রাক, লঞ্চ, ইঞ্জিনচালিত নৌকাসহ (নির্দিষ্ট রুটে চলাচলকারী ব্যতীত) অন্যান্য যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

তবে নির্বাচনে প্রার্থী, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক এবং নির্বাচনী এজেন্টদের জন্য এই নির্দেশ প্রযোজ্য হবে না। জাতীয় মহাসড়কের ক্ষেত্রেও এটি প্রযোজ্য হবে না।

এদিকে নির্বাচন সামনে রেখে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত লাইসেন্সপ্রাপ্ত সব আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। এতে সই করেন জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা ৪-এর উপসচিব ইসরাত জাহান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ঘোষিত তফসিল অনুসরণে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীদের আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।’

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এ আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্য আর্মস অ্যাক্ট ১৮৭৮-এর সংশ্লিষ্ট ধারার বিধান মোতাবেক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এবারের সংসদ নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৭ লাখ। দেশের ৪২ হাজারেরও বেশি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। প্রতিটি কেন্দ্রে ১৫-১৭ জন নিরাপত্তা সদস্য দায়িত্ব পালন করবেন।

ভোট ঘিরে ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ১৩ দিন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সশস্ত্র বাহিনী মাঠে দায়িত্ব পালন করবে।