আপডেট : ২৩ ডিসেম্বর, ২০২৩ ১৭:১৭
সখীপুরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু
সখীপুর প্রতিনিধি

সখীপুরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু

ছবি: দৈনিক বাংলা

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ট্রাক্টর উল্টে মোসাহিদ আহমেদ (২৮) নামে চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন রনি আহমেদ (২৪) নামে ওই চালকের সহকারি।

শনিবার সকালে সখীপুর-সিডস্টোর সড়কের পাথারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোসাহিদ উপজেলার স্বদেশী গ্রামের নুরুন্নবীর ছেলে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান ঘটনাটি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মোসাহিদ সকালে ইট বোঝাই ট্রাক্টর নিয়ে ভালুকার সিডস্টোর থেকে সখীপুরের দিকে আসছিলেন। উপজেলার পাথারপুর মোড় এলাকায় পৌঁছালে চালক ট্রাক্টরের নিয়ন্ত্রণ হারিয়ে পরিত্যক্ত এক চায়ের দোকানে ঢুকে পড়ে। এ সময় ঘটনাস্থলে চালক ছিটকে পড়ে ট্রাক্টরের চাকার নিচে পিষ্ট হন ও তার সহকারী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

শাহিনুর রহমান বলেন ‘দুর্ঘটনায় ট্রাক্টরচালকের মৃত্যুর বিষয়টি জেনেছি। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।’