আপডেট : ২৩ ডিসেম্বর, ২০২৩ ১৯:০৪
নারায়ণগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জে ইয়াবাসহ
৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে ৯ হাজার ২৯০ টি ইয়াবাসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১।

শনিবার সকালে তাদের বন্দরের মদনপুর থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন - জাহেদুল হক (২০), মো. জুবাইর হোসেন (২৪) ও মো. আরিফুল ইসলাম (২০)।

র‌্যাব-১১ এর গণমাধ্যম কর্মকর্তা সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বন্দর থানার মদনপুরে শনিবার সকালে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এতে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হন। এ সময় তাদের কাছ থেকে ৯ হাজার ২৯০ টি ইয়াবা উদ্ধার করা হয়। আসামিরা সবাই পেশাদার মাদক ব্যবসায়ী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা বলেন, তারা দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম থেকে ইয়াবা এনে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।