আপডেট : ২৪ ডিসেম্বর, ২০২৩ ১৩:৪৭
মোটিভেশনাল স্পিকারের বিরুদ্ধে ‘বউ পেটানো’র মামলা
দৈনিক বাংলা ডেস্ক

মোটিভেশনাল স্পিকারের বিরুদ্ধে ‘বউ পেটানো’র মামলা

প্রতীকী ছবি

মোটিভেশনাল স্পিকার বিবেক বিন্দ্রার নামে একাধিক অভিযোগ করেছেন তার স্ত্রী ইয়ানিকা বিন্দ্রা।

ভারতীয় এ মোটিভেশনাল স্পিকারের স্ত্রীর অভিযোগ, তার স্বামী তার ওপর মানসিক এবং শারীরিক নির্যাতন করেন। খবর হিন্দুস্তান টাইমসের।

জানা গেছে, চলতি বছরের ৬ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েন ইয়ানিকা এবং বিবেক। আর বিয়ের ঠিক আট দিনের মাথায় বিবেকের নামে মামলা করেন ইয়ানিকা। জানান, বিবেক তার ওপর নিয়মিত অত্যাচার করতেন।

মামলার পর পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে বিষয়টা নিয়ে, জানিয়েছে তারা গোটা বিষয়টা ভালো করে খতিয়ে দেখবেন। তারপর যে তথ্য প্রমাণ। পাবেন সেটার উপর ভিত্তি করে পদক্ষেপ নেবেন।

ইরানিকার ভাই পুলিশকে জানিয়েছেন, ইয়ানিকাকে বিবেক ঘরে বন্ধ করে রাখতেন, পেটাতেন। ইয়ানিকার গোটা দেহে নাকি একাধিক আঘাতের চিহ্ন আছে।

বিবেকের শ্যালকের কথা অনুযায়ী, ‘আমার দিদি ঠিক করে কানে শুনতে পাচ্ছে না। ওর চিকিৎসা চলছে।’

যে মানুষটি সোশ্যাল মিডিয়ায় এত অনুপ্রেরণা মূলক কথা বলেন তিনি কী করে এমন কাজ করলেন সেটা ভেবেই সকলে অবাক হয়ে যাচ্ছে।