বিশিষ্ট ব্যবসায়ী, সিটি গ্রুপ ও সময় টেলিভিশনের চেয়ারম্যান ফজলুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।
ফজলুর রহমান দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। স্ত্রী, এক ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
শোকবার্তায় উপদেষ্টা বলেন, ‘ফজলুর রহমানের অনেক স্বপ্ন ছিল। বাংলাদেশের শিল্প-বাণিজ্য ও অর্থনীতির বিকাশসহ একজন সফল শিল্পোদ্যোক্তা হিসেবে তার অবদান সবাই স্মরণে রাখবে।’ এই শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবার, বন্ধু-বান্ধব ও গুনগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি আরও বলেন, মরহুম ফজলুর রহমানের মৃত্যু তার পরিবার ও আত্মীয়-স্বজনদের জন্য মেনে নেওয়া খুবই কষ্টকর। মহান রাব্বুল আ’লামিন তার পরিবারকে শোক ও কষ্ট সহ্য করার ধৈর্য্যশক্তি দান করুক।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা