দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে করতে যা কিছু দরকার তার সবই করা হবে বলে মন্তব্য করেছেন র্যাবের মহাপরিচালক এম খুরশীদ আলম। সোমবার বরিশাল র্যাব-৮ এর আয়োজনে কুয়াকাটায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
র্যাবের মহাপরিচালক বলেন, এরই মধ্যে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য কাজ করছে র্যাব। দেশে আগের মতো এখন আর অবৈধ অস্ত্র নেই।
শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এম খুরশীদ আলম বলেন, ‘সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার স্বার্থে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এ নির্বাচন হবে দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য। আমাদের দায়িত্ব দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করা।’
র্যাবপ্রধান বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে করতে যা যা করা দরকার, সব ব্যবস্থাই আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হবে। এম খুরশীদ হোসেন আরও বলেন, র্যাব শুধু আইনশৃঙ্খলা কিংবা সন্ত্রাস দমনেই কাজ করে না, পাশাপাশি মানবিক কাজও করে থাকে। এরই ধারাবাহিকতায় পর্যটন এলাকা কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মীরাবাড়ি সংলগ্ন মাঠে বরিশাল র্যাব-৮ এর আয়োজনে দুই শতাধিক দুস্থের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হলো।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা