নায়িকা থেকে নেত্রী হওয়ার মিশনে নেমেছেন অগ্নিকন্যা খ্যাত চিত্রনায়িকা মাহিয়া মাহি। কিন্তু আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে ধাপে ধাপে যেমন বাধার সৃষ্টি হচ্ছেন, তেমনি বিভিন্ন অভিযোগেও অভিযুক্ত হচ্ছেন এই চলচ্চিত্র অভিনেত্রী।
শুরুতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম কিনে ব্যর্থ হলে পরবর্তীতে রাজশাহী থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন কিনেও প্রাথমিক বাছাইয়ে বাদ পড়েন মাহি। শেষমেশ আইনের দ্বারস্থ হয়ে প্রার্থিতা ফেরত পান তিনি। তার প্রতীক দেয়া হয়েছে ট্রাক। আর প্রতীক পাওয়ার পর থেকেই নানা অনিয়মের অভিযোগ ওঠে মাহিয়া মাহির বিরুদ্ধে।
সেই ধারাবাহিকতায় এবার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এই তারকাকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। জানা গেছে, রাজশাহীর তানোর পৌর এলাকার গোল্লাপাড়া বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করেন।
জানা গেছে, নির্বাচনী আচরণবিধি ভেঙে অতিরিক্ত মাইক ব্যবহার করে মাহির ট্রাক প্রতীকের প্রচার-প্রচারণা চলছিল। এ সময় খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বিল্লাল হোসেন জানান, আচরণবিধি ভেঙে একসঙ্গে সাতটি মাইক ব্যবহার করছিলেন মাহির প্রচারকাজে জড়িত লোকজন। এ কারণে জরিমানা করা হয়েছে। তবে ঘটনাস্থলে মাহি নিজে উপস্থিত ছিলেন না।
এদিকে এ আসনের গোদাগাড়ীতে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে অতিরিক্ত ক্যাম্প স্থাপন করায় দুইজনকে জরিমানা করেছেন সহকারী রিটার্নিং অফিসার। রোববার বিকেলে তাদের জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খান।
সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং ইউএনও আতিকুল ইসলাম জানান, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নের বিরইল এলাকায় নৌকার সমর্থক মো. খোকন অতিরিক্ত নির্বাচনী ক্যাম্প স্থাপন করেন।
সরেজমিনে এর সত্যতা পাওয়ায় নির্বাচনি আচরণবিধি মোতাবেক দুই হাজার টাকা জরিমানা ও ক্যাম্প তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়। অপরদিকে একই অপরাধে পাকড়ী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানীর কাঁচি প্রতীকের সমর্থিত আবুল হোসেনকে দুই হাজার টাকা জরিমানা ও ক্যাম্প বন্ধ করে দেওয়া হয়।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা