বলিউডের খ্যাতিমান পরিচালক করণ জোহরের আইকনিক সিনেমা ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর পর আর কোনো সিনেমায় দেখা যায়নি বলিউড সুলতান সালমান খানকে। যদিও সিনেমাপ্রেমীদের অনেক দিনের চাওয়া ছিল করণের নির্মাণে সালমান কাজ করুক।
তবে সালমান খানের জন্মদিনে ভক্তদের সে অপেক্ষার পালা শেষ হতে চলেছে বলে জানালেন তারা। যদিও ছবিটি নিজে পরিচালনা করছেন না করণ, তার প্রযোজনা প্রতিষ্ঠান ধর্মা প্রোডাকশন ছবিটি প্রযোজনা করবে। জুম টিভির সঙ্গে একটি সাক্ষাৎকারে সালমান খান তার আসন্ন সিনেমার বিষয়ে কিছু ইঙ্গিত দিয়েছেন।
তিনি জানিয়েছেন, তিনি পরবর্তী সময়ে ‘দ্য বুল’ নামে একটি সিনেমা করছেন। ধর্মা প্রোডাকশনের ব্যানারে এটি প্রযোজনা করবেন করণ জোহর। জাতীয় পুরস্কার বিজয়ী চলচ্চিত্র ‘শেরশাহ’-এর পরিচালক বিষ্ণুবর্ধন সালমানের এ সিনেমা পরিচালনা করবেন।
শোনা যাচ্ছে, এই অ্যাকশন থ্রিলারে আধাসামরিক বাহিনীর অফিসারের ভূমিকায় দেখা যাবে সালমানকে। এটি সম্পর্কে আর কিছু জানাননি অভিনেতা। সাক্ষাৎকারে সালমান বলেছেন, আমি ‘দ্য বুল’ নামে একটি চলচ্চিত্র করছি। তারপর দাবাং আসবে, কিক আসবে, সুরাজ বরজাতিয়ার সঙ্গেও ফিল্ম আসবে। ৩-৪টি সিনেমা আসছে সামনে।
গত ২৭ ডিসেম্বর ছিল সালমান খানের ৫৮তম জন্মদিন। এ দিন সালমানকে শুভেচ্ছাবার্তা জানাতে নিজের প্রথম সিনেমার অভিজ্ঞতার কথা শেয়ার করেন নির্মাতা করণ জোহর। সেই সঙ্গে প্রায় ২৫ বছর পর আবারও এই অভিনেতার সঙ্গে জুটি বেঁধে কাজ করার বার্তাও দেন তিনি।
‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমায় কীভাবে সালমান খানকে রাজি করিয়েছিলেন, ২৫ বছর আগের সেই গল্প ভক্তদের সামনে তুলে ধরেছেন করণ জোহর। নির্মাতা লিখেছেন, একটি পার্টিতে এক কোণে দাঁড়িয়েছিলাম। একজন বড় তারকা এসে কারণটা জানতে চেয়েছিলেন। আমি তখন তাকে বলি, অনেক অভিনেতার কাছ থেকে একটা চরিত্রের জন্য হতাশ হয়ে ফিরে এসেছি। সেই বড় তারকা অর্থাৎ সালমান তার বোনের কাছ থেকে চিত্রনাট্যের ব্যাপারে আগেই জানতেন। পরের দিনই তিনি করণকে তার সঙ্গে দেখা করতে বলেন।
করণ আরও জানিয়েছেন, তিনি যে তার চিত্রনাট্য সালমানকে শোনানোর সুযোগ পাবেন, সেটা স্বপ্নেও ভাবেননি। করণ আরও লেখেন, অনেক প্রার্থনা করে তার কাছে গিয়ে সিনেমার শুরুটা শোনালাম। সঙ্গে সঙ্গে তিনি বললেন, ‘আমি ছবিটা করব’।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা