আপডেট : ৩১ ডিসেম্বর, ২০২৩ ১১:৫৫
এসিআইয়ের ৪০% নগদ লভ্যাংশ ঘোষণা
দৈনিক বাংলা ডেস্ক

এসিআইয়ের ৪০% নগদ লভ্যাংশ ঘোষণা

এডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (এসিআই) চেয়ারম্যান এম আনিস উদ্ দৌলার সভাপতিত্বে কোম্পানির ৫০তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়।

এডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (এসিআই) ৫০তম বার্ষিক সাধারণ সভা গত ২৮ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। কোম্পানির চেয়ারম্যান এম আনিস উদ্ দৌলা সভায় সভাপতিত্ব করেন। সভায় গত ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য প্রস্তুতকৃত কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবরণীগুলো ও নিরীক্ষা প্রতিবেদনসহ পরিচালকমণ্ডলীর প্রতিবেদন অনুমোদিত হয়। শেয়ারহোল্ডাররা ওই অর্থবছরের জন্য ৪০% নগদ লভ্যাংশ অনুমোদন করেন। এডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা ব্যবসার উল্লেখযোগ্য সাফল্য তুলে ধরেন এবং শেয়ারহোল্ডারদের প্রশ্নের উত্তর দেন। বিজ্ঞপ্তি