গ্রাহকদের ধন্যবাদ দেবে আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি। এ উপলক্ষ্যে উৎসবের আয়োজন করা হচ্ছে। আগামী ২৮ অক্টোবর রাত ১০ টায় ইভ্যালি প্ল্যাটফর্মে শুরু হবে এই ‘ধন্যবাদ উৎসব’।
গ্রাহক, ব্যবসায়ী এবং শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের উদ্দেশ্যে ‘ধন্যবাদ উৎসব’ আয়োজনের বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইভ্যালি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নব উদ্যোগে ব্যবসায়িক কার্যক্রম শুরু করতে যাচ্ছে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি। ধন্যবাদ উৎসবে ইভ্যালি থেকে কেনা যাবে দেশের নামীদামী আর বড় ব্র্যান্ডগুলোর পণ্য। মোবাইল, ইলেকট্রনিক্স, কম্পিউটার এক্সেসরিজ, গৃহস্থালি সরঞ্জাম থেকে শুরু করে থাকছে পোশাক-জুতার মতো লাইফস্টাইল পণ্য।
ইভ্যালি জানায়, পিক অ্যান্ড পে, ক্যাশ অন ডেলিভারি এবং ক্যাশ বিফোর ডেলিভারি— মূল্য পরিশোধের এই তিনটির যেকোনো একটি উপায় ব্যবহার করে সম্পূর্ণ ‘ঝুঁকিমুক্ত অবস্থায়’ এখন ইভ্যালি থেকে কেনাকাটা করা যাবে। এ ছাড়া ইভ্যালি থেকে কেনাকাটায় প্রতিটি অর্ডার ডেলিভারির জন্য একটি ‘স্টার’ পাবেন গ্রাহকরা। অর্জিত স্টার ব্যবহার করে বিশেষ মূল্য ছাড়ে কেনাকাটার জন্য বিভিন্ন সময় চমকপ্রদ অফার দেয়া হবে।
এ ছাড়া ‘অতীতের দেনা পরিশোধ করতে পারবো’ বলে উল্লেখ করেছেন ইভ্যালির সহ প্রতিষ্ঠাতা এবং বর্তমান পরিচালনা পর্ষদের সদস্য শামীমা নাসরিন। ধন্যবাদ উৎসব সফল করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের এখন দুইজন স্বাধীন পরিচালক আছেন। একজন ই-ক্যাব থেকে এবং একজন বাণিজ্য মন্ত্রণালয় থেকে। কাজেই এখন আমরা আগের যেকোনো সময় থেকে অনেক বেশি দায়বদ্ধতা এবং জবাবদিহিতার মধ্যে আছি।
শামীমা আরও বলেন, আমরা আগেও বলেছি, এখন থেকে আমরা আর লসে পণ্য বিক্রি করব না। তবে ইভ্যালির গ্রাহকরা আকর্ষণীয় মূল্যে পণ্য কিনতে পারবেন না, তা নয়। আমরা বিশ্বাস করি ডিজিটাল বাংলাদেশের অবকাঠামো কাজে লাগিয়ে ই-কমার্সকে ব্যবহার করে লাভ করে পণ্য বিক্রি করলেও, গতানুগতিক বাজারের তুলনায় গ্রাহকদের ‘বেস্ট প্রাইস’ দিতে পারব।
পোশাক থেকে শুরু করে কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন, মোটরসাইকেল, খাদ্য-পণ্যসহ বিভিন্ন পণ্যে ব্যাপক ছাড় আর লোভনীয় ক্যাশব্যাক অফার দিয়ে আলোচনায় এসেছিল ই-কমার্স প্লাটফর্মটি।
গত বছরের সেপ্টেম্বর মাসে অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিন। মোহাম্মদ রাসেল এখনো কারাগারে রয়েছেন। তবে তার স্ত্রী শামীমা নাসরিন এপ্রিলে জামিন পাওয়ার পর পুনরায় কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য হন।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা