রাজধানীর ধানমন্ডি লেকের রবীন্দ্র সরোবর থেকে মেরিন ইঞ্জিনিয়ারের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মো. শাহাদৎ হোসেন মজুমদার (৫১)। গতকাল শনিবার দিবাগত রাতে তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ বলছে, নিহত শাহাদাত হোসেন মজুমদার পেশায় মেরিন ইঞ্জিনিয়ার। তিনি কলাবাগান এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। প্রতিদিনের মতো রাতে ধানমন্ডি লেকে হাঁটতে বের হয়েছিলেন। তারপর আর বাসায় ফেরেননি। পরে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলায়।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম আলী মিয়া দৈনিক বাংলাকে বলেন, শাহাদতের শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রকৃত মৃত্যুর কারণ জানা যায়নি। আমরা ছিনতাই ও পূর্ব শক্রতা দুটো বিষয়কেই সামনে রেখে তদন্ত এগিয়ে নিচ্ছি।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা