রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের সাবেক ছাত্রদের সংগঠন ওল্ড ল্যাবরেটরিয়ানস অ্যাসোসিয়েশনের (ওলসা) বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ‘ল্যাবরেটরিয়ানস স্পোর্টস টুর্নামেন্ট ২০২২’ শুরু হয়েছে।
গত শুক্রবার বিকেলে বিদ্যালয়ের নিজস্ব মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন ওল্ড ল্যাবরেটরিয়ানস অ্যাসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক আজম সিদ্দিকী।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনটির মহাসচিব রাশেদুল করিম রুবেল, সাংগঠনিক সম্পাদক মো. সায়েদুর রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ আন্দালিব, ক্রীড়া সম্পাদক এনাম এলাহি মল্লিক, সদস্য ই এম রাফায়েতুল হায়দারসহ ওলসার অন্যান্য সদস্য এবং সাবেক ছাত্ররা।
উদ্বোধনী দিনে ল্যাব ১৬ ও ল্যাব ৬, ল্যাব ১০ ও ল্যাব ২ এবং ল্যাব ৪ ও ল্যাব ১৭’র সঙ্গে তিনটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে সকালে ল্যাব ১৬ এবং বিকেলে ল্যাব ১০ ও ল্যাব ১৭ বিজয়ী হয়।
এবার তিন মাসব্যাপী অনুষ্ঠিতব্য এ প্রতিযোগিতায় মোট ২১ টি ব্যাচের সাবেক শিক্ষার্থীরা ফুটবল, ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন, গলফ, দাবা ও ক্যারম খেলায় অংশ নিচ্ছেন। এই টুর্নামেন্টের টাইটেল স্পনসর এক্স ইনডেক্স কোম্পানি।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা