আপডেট : ৭ জানুয়ারি, ২০২৪ ১৮:২৫
ঝালকাঠিতে ভোট চলাকালে আটক ১০ জন
ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে ভোট চলাকালে আটক ১০ জন

ছবি: সংগৃহীত

ঝালকাঠির দুটি আসনে ভোট চলাকালে বিভিন্ন কেন্দ্র থেকে ১০ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

রোববার আলাদা আলাদা ‍সময়ে বিভিন্ন কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

এদের মধ্যে রাজাপুরের পুর্ব ইন্দ্রপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জালভোট দিতে গিয়ে সুখী বেগম নামের এক নারীকে আটকের পর ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেয় ভ্রাম্যমান আদালত।

এছাড়া মোসাম্মৎ নিপা আক্তার মায়া, শাহীনুর বেগম, নাসিমা আক্তার, পিয়ারা বেগম এবং আলম তাজ নামের ৫ জনকে ১৫ দিন করে কারাদণ্ড দেয়া হয়েছে।

অন্যদিকে ঝালকাঠি সদর উপজেলার কেওরা ইউনিয়নের পাকমহর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার অপরাধে মেহেদী হাসান নামের এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

আটককৃতরা রাজাপুর থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে নিশ্চিত করেছে রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান।