আপডেট : ৮ জানুয়ারি, ২০২৪ ১০:২৯
চট্টগ্রাম বিভাগ থেকে এমপি হচ্ছেন যারা
দৈনিক বাংলা ডেস্ক

চট্টগ্রাম বিভাগ থেকে এমপি হচ্ছেন যারা

রোববার সকাল ৮টায় সংসদীয় ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনের ভোটগ্রহণ শুরু হয়

শেষ হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। রোববার সকাল ৮টায় সংসদীয় ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনের ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত। এ নির্বাচনে ৪২ হাজার কেন্দ্রের মধ্যে অনিয়মের কারণে স্থগিত হয় ৯টি আসনের ২১টি কেন্দ্রের ভোট। এর মধ্যে একটি আসনের ভোট স্থগিত করা হয়। ওইদিন বিকেলে ভোটগ্রহণ পর্ব শেষে কেন্দ্রে কেন্দ্রে চলে ভোট গণনা। ভোট গণনা শেষে প্রাথমিকভাবে আসনগুলোর ফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

চট্টগ্রাম বিভাগের বিভিন্ন আসন থেকে বেসরকারীভাবে বিজয়ীদের তালিকা:

চট্টগ্রাম: চট্টগ্রাম-১ মাহবুব উর রহমান রুহেল (নৌকা), চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) খাদিজাতুল আনোয়ার সনি (নৌকা), চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) মাহফুজুর রহমান মিতা (নৌকা), চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) এস এম আল মামুন (নৌকা), চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আনিসুল ইসলাম (লাঙ্গল), চট্টগ্রাম-৬ (রাউজান) এবিএম ফজলে করিম চৌধুরী (নৌকা), চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) ড. হাছান মাহমুদ (নৌকা), চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চাঁদগাঁও) আব্দুছ ছালাম (নৌকা), চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) মহিবুল হাসান চৌধুরী নওফেল (নৌকা), চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-পাঁচলাইশ) মহিউদ্দিন বাচ্চু (নৌকা), চট্টগ্রাম-১১ (বন্দর) এম এ লতিফ (নৌকা), চট্টগ্রাম-১২ (পটিয়া) মোতাহেরুল ইসলাম (নৌকা), চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) সাইফুজ্জামান চৌধুরী জাবেদ (নৌকা), চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) মো. নজরুল ইসলাম (নৌকা), চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আব্দুল মোতালেব (স্বতন্ত্র, ঈগল) এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) মুজিবুর রহমান (স্বতন্ত্র, ঈগল)।

কুমিল্লা: কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) ইঞ্জিনিয়ার আবদুস সবুর (নৌকা), কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আবদুল মজিদ (স্বতন্ত্র, ট্রাক), কুমিল্লা-৩ (মুরাদনগর) জাহাঙ্গীর আলম সরকার (স্বতন্ত্র, ঈগল), কুমিল্লা-৪ (দেবিদ্বার) আবুল কালাম আজাদ (স্বতন্ত্র, ঈগল), কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে এমএ জাহের (স্বতন্ত্র, কেটলি), কুমিল্লা-৬ (সদর) আ ক ম বাহাউদ্দিন বাহার (নৌকা), কুমিল্লা-৭ (চান্দিনা) প্রাণ গোপাল দত্ত (নৌকা), কুমিল্লা-৮ (বরুড়া) আবু জাফর মো. শফিউদ্দিন শামীম (নৌকা), কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) তাজুল ইসলাম (নৌকা), কুমিল্লা-১০ (সদর দক্ষিণ-লাঙ্গলকোট-লালমাই) আ হ ম মুস্তফা কামাল (নৌকা) ও কুমিল্লা- ১১ (চৌদ্দগ্রাম) মুজিবুল হক মুজিব (নৌকা)।

ফেনী: ফেনী-১ আলাউদ্দিন আহম্মদ চৌধুরী (নৌকা), ফেনী-২ নিজাম উদ্দিন হাজারী (নৌকা) ও ফেনী-৩ মাসুদ উদ্দিন চৌধুরী মাসুদ উদ্দিন চৌধুরী (লাঙ্গল)।

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে সৈয়দ এ.কে এমরামুজ্জামান (নৌকা), ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মোঃ মঈনুদ্দিন মঈন (স্বতন্ত্র), ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী (নৌকা), ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আনিসুল হক (নৌকা), ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) ফয়জুর রহমান বাদল (নৌকা), ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে ক্যাপ্টেন অব. এ.বি তাজুল ইসলাম (নৌকা)।

নোয়াখালী: নোয়াখালী-১ এইচ এম ইব্রাহীম (নৌকা), নোয়াখালী-২ মোরশেদ আলম (নৌকা), নোয়াখালী-৩ মামুনুর রশীদ কিরন (নৌকা), নোয়াখালী-৪ একরামুল করিম চৌধুরী (নৌকা), নোয়াখালী-৫ ওবায়দুল কাদের (নৌকা) ও নোয়াখালী-৬ মোহাম্মদ আলী (নৌকা)।

চাঁদপুর: চাঁদপুর-১ সেলিম মাহমুদ (নৌকা), চাঁদপুর-২ মোফাজ্জল হোসাইন চৌধুরী (নৌকা), চাঁদপুর-৩ ডা. দীপু মনি (নৌকা) ও চাঁদপুর-৪ মুহম্মদ শফিকুর রহমান (নৌকা)।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর-১ আনোয়ার হোসেন খান (নৌকা), লক্ষ্মীপুর-২ নুর উদ্দিন চৌধুরী নয়ন (নৌকা), লক্ষ্মীপুর-৩ মোহাম্মদ গোলাম ফারুক (নৌকা), লক্ষ্মীপুর-৪ মো. আবদুল্লাহ (স্বতন্ত্র)।

কক্সবাজার: কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীরপ্রতীক (হাতঘড়ি), কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আশেক উল্লাহ রফিক (নৌকা), কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) সাইমুম সরওয়ার কমল (নৌকা), কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) শাহিন আক্তার (নৌকা)।

খাগড়াছড়ি: কুজেন্দ্র লাল ত্রিপুরা (নৌকা)

বান্দরবান: বীর বাহাদুর উ শৈ সিং (নৌকা)।

রাঙ্গামাটি: দীপংকর তালুকদার (নৌকা)